Anubrata Mondal: গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, চাপ বাড়াচ্ছে সিবিআই

Anubrata Mondal: গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, চাপ বাড়াচ্ছে সিবিআই
CBI summmoned Anubrata Mondal on Cattle Smuggling

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। সোমবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। সিবিআইয়ের দুর্নীতি দমন বিভাগে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।

আরও পড়ুনঃ Asim Sarkar: নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে, ইঙ্গিত বিজেপি বিধায়কের

গত সোমবার বীরভূমের একাধিক জায়গায় অনুব্রত মণ্ডল ঘনিষ্টদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেবার ১৭ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআইয়ের আধিকারিকরা। উদ্ধার করা হয়েছিল একাধিক মোবাইল ফোন। অভিযুক্তরা প্রত্যকেই অনুব্রতর ঘনিষ্ঠ বলেজানতে পেরেছে সিবিআই। এরপরেই তাঁকে সোমবার তলব করা হয়েছে।

গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, বিরাট চাপে কেষ্ট 
গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, বিরাট চাপে কেষ্ট 

এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। মাঝে কয়েকবার হাজিরা দিলেও একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। দীর্ঘ সময় ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার পর তিনি চলে যান বীরভূমের বাড়িতে। সম্প্রতি সক্রিয় রাজনীতিতে নামতে দেখা গেছে অনুব্রত মণ্ডলকে। পঞ্চায়েত ভোটে জেলার দায়িত্ব তাঁর ওপরেই শঁপে দিয়েছেন দলের নেতারা। এরই মধ্যে সিবিআইয়ের তলবে অস্বস্তি বেড়েছে বীরভূমের কেষ্টর।

গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, বিরাট চাপে কেষ্ট 

গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, বিরাট চাপে কেষ্ট 
গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, বিরাট চাপে কেষ্ট 

এছাড়াও, অনুব্রতর আয়কর, সম্পত্তি ও আয়ব্যয় সংক্রান্ত নথি জমা পড়েছে সিবিআইয়ের দফতরে।  সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আয়কর দফতরের কাছেও সমস্ত নথি চেয়ে পাঠিয়ে মিলিয়ে দেখা শুরু হয়েছে।