নজরবন্দি ব্যুরোঃ সমস্ত নির্বাচনে যেখানে ভরাডুবি হচ্ছে, সেখানে তেহট্ট সমবায় সমিতির নির্বাচন কিন্তু ব্যতিক্রম। এখানে তৃণমূল ও বিজেপিকে হারিয়ে বড় জয় পেল সিপিআইএম। তেহট্টের ১ নম্বর ব্লকের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের প্রায় সবকটি আসন দখল করল বামেরা।
তেহট্টের ১ নম্বর ব্লকের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে একতরফাভাবে জয় পেল সিপিআইএম। রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল, ৬২টি আসনের মধ্যে ৫০টিই জিতেছে বামেরা, ১২টি জিতেছে বিজেপি। এখানে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল।
তৃণমূলের এই ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। তাঁর মতে, প্রার্থী দেওয়া হয়নি এমনটা নয়। আসলে সমবায়গুলিতে সিপিএম তাঁদের নিজেদের আত্মীয়স্বজনদের সব ভোটার করে রেখেছে। ফলে সেখানে আমাদের প্রার্থী দেওয়া না দেওয়া সমান। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে ছিটকা গ্রাম পঞ্চায়েতে আমাদের ভরাডুবি হয়েছে।”
তেহট্টে সমবায় সমিতির নির্বাচনে TMC-BJP-কে একতরফাভাবে হারিয়ে দিল CPIM
জয়ের পর সিপিআইএমের তেহট্ট উত্তর কমিটির সম্পাদক মানস মণ্ডল বলেন, “এই সমবায়ে মানুষ বাম প্রগতিশীল প্রার্থীদের জয়ী করেছেন। দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতিকে ভোটাররা পরাস্ত করেছেন।”
