নজরবন্দি ব্যুরোঃ কেরলের পুথুপ্পাল্লি আসনের উপনির্বাচনে বামেদের হারিয়ে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। সিপিআইএম প্রার্থী জ্যাক সি টমাসকে ৩৭,৭১৯ ভোটে হারালেন কংগ্রেস প্রার্থী চান্ডি উমেন। ফলে, নিজেদের রাজ্যেই একটি আসনে হারতে হল সিপিআইএমকে। ১৯৭০ সাল থেকেই বাম অধ্যুষিত কেরলের পুথুপ্পাল্লি কংগ্রেসের দখলে রয়েছে। এবারেও তার অন্যথা হল না।
আরও পড়ুনঃ ত্রিপুরায় জেতা কেন্দ্রে হার বামেদের, দুটি আসনেই বড় ব্যবধানে জয় বিজেপির
প্রসঙ্গত, দক্ষিণ কোট্টায়াম জেলায় অবস্থিত পুথুপ্পাল্লি আসনের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। তিনি প্রয়াত হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। সেই আসনে কংগ্রেসের প্রার্থী হন প্রয়াত মুখ্যমন্ত্রীর পুত্র চান্ডি উমেন। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী করে জ্যাক সি টমাসকে। ফলাফল প্রকাশের পর দেখা গেল, পুথুপ্পাল্লিতে বাজিমাত করল কংগ্রেস।
আজ বাংলার ধূপগুড়ি সহ মোট সাতটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। রাজ্যের ধূপগুড়ি কেন্দ্রে জিতে গেল তৃণমূল কংগ্রেস। যদিও এই আসন ছিল বিজেপির। ধূপগুড়িতে বিজেপির তাপসী রায়কে হারালেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। তবে, বাংলায় হারলেও ত্রিপুরায় কিন্তু পদ্মের জয়জয়কার বহাল রইল। ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বিজেপি।

নিজেদের রাজ্যে কংগ্রেসের কাছে পরাজিত CPIM, সমীকরণ বদলাচ্ছে?
তবে, সব কেন্দ্রের চেয়ে পুথুপ্পাল্লি আসন ছিল কিছুটা আলাদা। কারণ, বিজেপি বিরোধিতার স্বার্থে এখন সিপিআইএম-কংগ্রেস হাত ধরাধরি করে চলছে। বাংলাতেও অলিখিতভাবে জারি আছে সেই জোট। তাছাড়াও, কেন্দ্রের ‘ইন্ডিয়া’ জোটে একসাথেই রয়েছে একসময়ের দুই যুযুধান প্রতিপক্ষ। সেখানে, পুথুপ্পাল্লিতে কিন্তু সম্মুখসমরে মুখোমুখি হয় কংগ্রেস ও সিপিআইএম। কেরল এই মুহূর্তে বামেদের হাতেই রয়েছে। তাও উপনির্বাচনে কিন্তু শেষ হাসি হাসল কংগ্রেস।
