নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বিজেপি। নিজেদের জেতা আসন হাতছাড়া হল বামেদের। ধনপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীকে ১৮ হাজার ৮৭১ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। বক্সনগরে সিপিএম প্রার্থীকে ৩০ হাজার ২৩৭ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী তফজল হোসেন।
আরও পড়ুনঃ বিজেপির জেতা আসন পুনরুদ্ধার তৃণমূলের, ধূপগুড়িতেও ফুটল ঘাসফুল!
আজ বাংলার ধূপগুড়ি সহ মোট সাতটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। রাজ্যের ধূপগুড়ি কেন্দ্রে জিতে গেল তৃণমূল কংগ্রেস। যদিও এই আসন ছিল বিজেপির। ধূপগুড়িতে বিজেপির তাপসী রায়কে হারালেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। তবে, বাংলায় হারলেও ত্রিপুরায় কিন্তু পদ্মের জয়জয়কার বহাল রইল।
গত বিধানসভা ভোটে ধনপুর ছিল বিজেপির দখলে। বক্সনগরে জিতেছিল সিপিএম। বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে হয়েছে উপনির্বাচন। বক্সনগরের সিপিএম বিধায়ক শামসুল হক প্রয়াত হয়েছেন। সেই কারণে এই দুই বিধানসভায় উপনির্বাচন হয় ত্রিপুরায়।
ত্রিপুরায় জেতা কেন্দ্রে হার বামেদের, দুটি আসনেই বড় ব্যবধানে জয় বিজেপির
যদিও ধনপুর এবং বক্সনগর, এই দুই কেন্দ্রেই পুননির্বাচনের দাবি জানিয়ে এসেছিল বিরোধী বামেরা। তাঁদের অভিযোগ ছিল, এই দুই কেন্দ্রের উপনির্বাচনে কারচুপি করেছে সে রাজ্যের শাসকদল বিজেপি। তবে, এত অভিযোগের মধ্যেও ত্রিপুরায় পদ্ম ফুটতে কোনও অসুবিধা হল না।