নজরবন্দি ব্যুরোঃ ২০২৪ সালের নির্বাচনে বিরোধী জোটে তৃণমূলের অবস্থান কী হবে? তা নিয়ে শুক্রবার কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কংগ্রেসকে বিঁধে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেদের বিরোধী শিবিরের বিগ বস ভাবার প্রয়োজন নেই। বিরোধীদের মুখ কে হবেন? তা নির্ধারিত হবে নির্বাচনের পরেই। এই অবস্থানে এখনও অবিচল রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ TMC: এই প্রথম তৃণমূল ছাত্র ও যুব তৃণমূলের সম্মেলন এক সাথে, প্রধান বক্তা অভিষেক
শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানালেন, সংসদের অন্দরে একাধিক ইস্যুতে আগে আলাদা করে সরব হচ্ছে তৃণমূল। তারপরে কংগ্রেস নেতা সহ বিরোধীরা একজট হয়ে মিছিলে শামিল হচ্ছেন। তাই তাঁরা প্রতিবাদের ধরনে কোনও পরিবর্তন আনতে চাইছেন না। কিন্তু বিজেপি কৌশলে রাহুল গান্ধীকে বিরোধী দলের প্রধান মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যাতে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজ সহজ হয়ে যায়।

সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই চেয়েছেন যে দল যে রাজ্যে শক্তিশালী তাঁরা বিজেপির বিরুদ্ধে সেই রাজ্যে লড়াই করুক। উদাহরণ হিসেবে কর্ণাটকের কথা তুলে ধরেন যেখানে বিজেপি সঙ্গে সরাসরি লড়াই কংগ্রেসের। সেখানে বিজেপির হার নিশ্চিত বলেও মনে করছেন তিনি। কিন্তু এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না।
নিজেদের বিরোধী শিবিরের বিগ বস ভাবার প্রয়োজন নেই, কংগ্রেস নিয়ে অসন্তোষ তৃণমূলের

শুক্রবার কলকাতায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন অখিলেশ যাদব। এরপরেই ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অ-কংগ্রেসি জোট নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ২০২৪ এর আগে তৃতীয় জোট হতে পারে। সেখানে কংগ্রেস ছাড়াই জোট করবেন বাকিরা। তাহলে মমতার সঙ্গে কারা যুক্ত হন? সেটা এখন দেখার।