নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল গ্রেফতার হয়েছে। দুর্নীতি প্রক্রিয়ায় চন্দনের কার্যকলাপ দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে তদন্তকারী সংস্থার। এরই মধ্যে মামা ভাগ্নে গ্রামের এক পরিবারের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৪৪ লক্ষ টাকা নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র বাগদা নয়, রাজ্যের একাধিক জায়গায় জাল ছড়িয়েছিল তাঁর।
আরও পড়ুনঃ Sukanta Majumder: পরীক্ষা চলাকালীন ঘুরছে প্রশ্নপত্র, ট্যুইট করে ছবি পোস্ট করলেন সুকান্ত
জানা গেছে, নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে রক্তদান অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। শিক্ষামন্ত্রীর সঙ্গে নিজের ঘনিষ্ঠতা ও যোগাযোগের বিষয়টি সবার কাছে তুলে ধরতেই রক্তদান শিবিরে পার্থকে আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। চন্দনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থ। ওই রক্তদান শিবিরে এলাকার মানুষজন ছাড়াও অনেক এজেন্ট ও চাকরিরাপ্রার্থীরাও উপস্থিত ছিলেন। সেখানেই গ্রহণযোগ্যতা বাড়ে পার্থর।

এদিকে তাঁর বিরুদ্ধে অভিযোগ, চন্দনের বিরুদ্ধে অভিযোগ, একই পরিবারের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৪৪ লক্ষ টাকা নেয় চন্দন৷ পরিবারের তরফে জানানো হয়েছে, জমিজমা, সম্পত্তি সমস্ত কিছু বেচে সেই টাকা দেওয়া হয়েছিল। বেআইনিভাবে দুই জনের চাকরি হয়েছিল পরে আদালতের নির্দেশে চাকরি যায় তাঁদের। চন্দনের কার্যকলাপ এখন সিবিআইয়ের স্ক্যানারে।
চন্দনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থ, সেখান থেকেই বাড়ে গ্রহণযোগ্যতা

এরই মধ্যে জানা গেছে, শুধুমাত্র মামা-ভাগ্নে এবং তার আশেপাশের গ্রাম থেকে প্রায় ২০০ জনকে চাকরি দিয়েছিলেন চন্দন। এর মধ্যে আদালতের নির্দেশে বহু জনের চাকরিও গেছে। ফলত, আগামী দিনে সেই দুর্নীতি প্রকাশ্যে আসলেই এলাকাজুড়ে চাকরির হাহাকার পড়ে যাবে।