নজরবন্দি ব্যুরোঃ বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, পুলিশ আর একদিন তদন্ত চালালে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। এর ফলে তদন্ত ভুল পথে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
আরও পড়ুনঃ SSC: অপেক্ষার দিন শেষ, যোগ্যদের নিয়োগ শুরু করল কমিশন
একইসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, পুলিশের তদন্তে কাজ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি সিবিআই অফিসারদের অযথা হয়রানি করা হচ্ছে। তদন্তের নথি বিকৃত করছে পুলিশ।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এধরনের আশঙ্কার কোনও কারণ নেই। সত্যি লুকোতে পারবে না। গোটা ঘটনার কেস ডায়েরি দেখতে চেয়েছে আদালত। আগামী সোমবার এবিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
গত বছরের মার্চ মাসে বগটুইইয়ের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। গত মাসেই সিবিআই ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করে। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয়। সেই ঘটনায় সিবিআইয়ের ৭ জন অফিসারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন লালন শেখের স্ত্রী।
পুলিশের তদন্তে কাজ বিঘ্নিত হচ্ছে, বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের

স্বামীর মৃত্যুতে লালনের স্ত্রী রেশমা বিবির অভিযোগ ছিল, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। গরু পাচার মামলার তদন্তকারী অফিসার। ঘটনার তদন্ত করুক সিআইডি। একথা আদালতকে জানাতেই সম্মতি দেয় হাইকোর্ট।