Calcutta High Court: সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনা

নজরবন্দি ব্যুরোঃ এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার সিবিআইয়ের তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি। কীভাবে এই ভুল সম্ভব? সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি তুললেন প্রশ্ন।

আরও পড়ুনঃ SSC-TET Scam: ইডির দফতরে উপস্থিত হলেন গোপাল, বড় মাথাদের খোঁজ পেতে চলেছে ইডি

এদিন স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআইয়ের তরফে একটি মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়। অন্যদিকে, আরও একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেন আইনজীবী। সেখানে দেখা যায় আইনজীবীর রিপোর্টে বেশী তথ্য দেওয়া হয়েছে। দেশের একটি প্রথম সারীর তদন্তকারী সংস্থা হয়ে কীভাবে এই ভুল সম্ভব? প্রশ্ন তুলেছেন বিচারপতি। একইসঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, কমিশনকেও তীব্র ভৎসনা 
সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, কমিশনকেও তীব্র ভৎসনা 

একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা করেন বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তাঁদের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, আপনারা কেন এখনও চুপ করে রয়েছেন? সবটা কী আদালতের দায়িত্ব? নিজের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না? অবিলম্বে অযোগ্যদের বরখাস্ত করে যোগ্যদের নিয়োগের বিষয়েও সরব হন বিচারপতি বিশ্বজিৎ বসু।

সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, কমিশনকেও তীব্র ভৎসনা 

সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, কমিশনকেও তীব্র ভৎসনা 
সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, কমিশনকেও তীব্র ভৎসনা 

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় বিচারপতি বিশ্বজিৎ বসুকে। সিবিআইকে তদন্তের গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য ছিল, দুন এক্সপ্রেস থেকে বন্দে ভারত না হলেও শতাব্দী এক্সপ্রেসের গতিতে নিয়োগ দুর্নীতির তদন্ত করুন।  এখন আবার তদন্তে উঠে আসা তথ্য নিয়েও প্রশ্ন তুললেন তিনি।