Panchayat Election: বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা, পাল্টা গুলি চলল ৫ রাউন্ড, আতঙ্কে ভোটাররা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: ভোটের শুরু থেকেই রাজ্যে অশান্তির ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও সুফল মেলেনি। এদিকে সেই বাহিনীকে লক্ষ্য করেই এলোপাথাড়ি বোমাবাজি হয়। পাল্টা গুলি চালায় জওয়ানরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত ও প্রাথমিক বিদ্যালয়। অশান্তির কারণে ভোট দিতে যেতে পারছেন না ভোটাররা।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের

এদিন হাতিশালা গ্রাম পঞ্চায়েত ও প্রাথমিক বিদ্যালয়ে বুথ কেন্দ্রে তৈরি হয়েছে। অভিযোগ, সকাল থেকেই হিংসার ঘটনা ঘটছে। এলাকায় বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর তরফে শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। গুলি ও বোমার সংঘর্ষের জেরে আতঙ্কে স্থানীয় ভোটাররা। এমনিতেই আজ রণক্ষেত্রর চেহারা নিয়েছে বাংলা। ব্যালট পেপারে আগুন, বোমাবাজি, ব্যালট বাক্স লুট, ব্যালট পেপারে আগুন জ্বালিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকেরা খুন হচ্ছেন।

বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা, পাল্টা গুলি চলল ৫ রাউন্ড, আতঙ্কে ভোটাররা

পঞ্চায়েত নির্বাচনের দিন অশান্তির ঘটনায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসেব চাইল রাজ্য নির্বাচন কমিশন। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জেলায় জেলায় কোন কোন বুথে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তার হিসেব পেশ করতে হবে। বুথগুলিকে স্পর্শকাতর এবং স্পর্শকাতর নয়, এই দুইভাগে ভাগ করে তালিকা পাঠাতে বলা হয়েছে। বিরোধীদের পাল্টা প্রশ্ন, ‘কেন্দ্রীয় বাহিনীর হিসেব চাইতে কেন সাড়ে চার ঘণ্টা লেগে গেল?’

বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা, পাল্টা গুলি চলল ৫ রাউন্ড, আতঙ্কে ভোটাররা

পঞ্চায়েতে ব্যাপক হিংসার অভিযোগ নিয়েই এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করে বিজেপির যুব মোর্চা। তাঁদের অভিযোগ, নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে ব্যর্থ কমিশন, বিভিন্ন জায়গায় গেরুয়া কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি, ব্যালট বক্সে আগুন লাগিয়ে দেওয়া, ভোটারদের প্রভাবিত করা এবং ছাপ্পা ভোটের অভিযোগেই বিক্ষোভ দেখালেন তাঁরা। কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিশানায় এনে বলেন, ‘আর কত রক্ত চাই আপনার?’ একই সঙ্গে ভোটপর্ব মিটে গেলে সন্ধ্যার পর তিনি কমিশনের দফতরে গিয়ে তালা ঝোলানোর মতো হুমকিও দিয়েছেন।

বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা, পাল্টা গুলি চলল ৫ রাউন্ড, আতঙ্কে ভোটাররা

বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা, পাল্টা গুলি চলল ৫ রাউন্ড, আতঙ্কে ভোটাররা
বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা, পাল্টা গুলি চলল ৫ রাউন্ড, আতঙ্কে ভোটাররা

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেললেন বেঙ্কটেশ আয়ার। মরসুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র দু’ওভার হাত ঘোরাতে হল! আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ম্যাচ হল রবিবার।
আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা থেকে আর টালিগঞ্জ থেকে নিউ গরিয়া পর্যন্ত মেট্রো চলাচল করবে না। তবে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত এখনও পর্যন্ত মেট্রো চলাচল জারি আছে।
শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার এবং সোমবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 
কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

প্রসঙ্গত, এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানেই বামেদের মিছিলের সামনে ব্যারিকেড তুলে দেয় পুলিশ। বলা হয়, ১৪৪ ধারা জারি রয়েছে। এরপর বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে এটি স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। যদিও তার আগে থেকেই আকাশ বেশ মেঘলা। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি।

Lifestyle and More...