জন্মের শংসাপত্র আছে তো? চাকরির ক্ষেত্রে নয়া নিয়ম কেন্দ্রের
birth certificate to be mandatory for job

নজরবন্দি ব্যুরোঃ জন্মের শংসাপত্র নিয়ে এবার আরও কড়াকড়ির পথে কেন্দ্র। এবার স্কুল ভর্তি থেকে সরকারি চাকরিতে যোগদান সব কিছুতেই এবার লাগবে জন্মের শংসাপত্র। জানা গেছে, ১৯৬৯ সালের জন্ম রেজিস্ট্রেশন আইনে সংশোধনীয় আনার কথা নিয়ে সাংসদে ভাবছে কেন্দ্র। এই সংশোধনী আইন অনুযায়ী, জীবনের প্রায় সবক্ষেত্রেই বাধ্যতামূলক হতে চলেছে জন্ম সার্টিফিকেট।

আরও পড়ুনঃ মহিলা ভোটের প্রচার শুরু হোক শান্তিকুঞ্জ থেকেই, বিশেষ টোটকা দিলেন কুণাল

চাকরি থেকে শুরু করে সরকারি পরিষেবার সুবিধা, কোনও কিছুই মিলবে না বার্থ সার্টিফিকেট না থাকলে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে নতুন নাম সংযোজনের পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়া হবে। ত্রুটিমুক্তভাবে এই কাজ করতে জন্মের শংসাপত্রকে বাধ্যতামূলক করা হচ্ছে বলেও কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছে।

 জন্মের শংসাপত্র আছে তো? চাকরির ক্ষেত্রে নয়া নিয়ম কেন্দ্রের
জন্মের শংসাপত্র আছে তো? চাকরির ক্ষেত্রে নয়া নিয়ম কেন্দ্রের

সূত্রের খবর, কেন্দ্র যে সংশোধনীর প্রস্তাব দিচ্ছে তাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি, ভোটার তালিকায় নাম তোলা, কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরি, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট পেতে হলে জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হবে। শুধু জন্ম সার্টিফিকেট নয়, ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও কড়াকড়ির পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

জন্মের শংসাপত্র আছে তো?  না থাকলে এবার যাবে চাকরি 

Birth Certificate: জন্মের শংসাপত্র আছে তো? চাকরির ক্ষেত্রে নয়া নিয়ম কেন্দ্রের

মনে করা হচ্ছে, চলতি বছরের শীতকালীন অধিবেশনে এই বিল আনতে পারে কেন্দ্র। তবে সেটি কোন কক্ষে পাশ হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই আইন কার্যকর হলে দেশের জনগণনা করা অনেক সুবিধা হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।