ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!

নজরবন্দি ব্যুরো: সাধারণ মানুষের অর্থিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ব্যাংক। বিভিন্ন জরুরি কাজ চলে এখানে। প্রতি মাসেই সাধারণ ছুটি বাদ দিয়ে নানা কারণে ব্যাংক ছুটি থাকে। তবে ডিসেম্বরে ব্যাংক কর্মীরা ধর্মঘটের পরিকল্পনা করছেন। তারফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হতে পারেন। জেনে নিন কবে কবে ব্যাংক বন্ধ থাকবে!

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ নভেম্বর, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে। ডিসেম্বরের কোন কোন তারিখে ব্যাংক বন্ধ থাকবে তা জানানো হয়েছে। মাসের শুরুতেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক কোন দিনে কোন ব্যাঙ্কের কাজ ব্যাহত হচ্ছে।

৪ ডিসেম্বর, ২০২৩– স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (PSB)।
৫ ডিসেম্বর, ২০২৩– ব্যাংক অফ ইন্ডিয়া (BOI), ব্যাংক অফ বরোদা (BOB)।
৬ ডিসেম্বর, ২০২৩– সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (CBI), কানারা ব্যাংক ।
৭ ডিসেম্বর, ২০২৩– ইন্ডিয়ান ব্যাংক এবং ইউকো ব্যাংক।
৮ ডিসেম্বর, ২০২৩– ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
১১ ডিসেম্বর, ২০২৩– বেসরকারি ব্যাংকে ধর্মঘট।

ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!

এছাড়া, ৯ ও ১০ ডিসেম্বর সাপ্তাহিক শনিবার ও রবিবারের ছুটি। তালিকা অনযায়ী ডিসেম্বরের ৪-১১ ডিসেম্বর একটানা ধর্মঘট ও সাধারণ ছুটির কারণে পরিষেবা ব্যহত হবে। এরফলে ভোগান্তির মুখে পড়তে পারেন গ্রাহকরা। গ্রাহকদের তালিকা দেখে ব্যাংকের কাজ কোনদিন করবেন তা বেছে নিতে হবে।

ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!

জানা গিয়েছে, ব্যাংকে পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাঙ্কিং খাতে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী চাকরির সংখ্যা বাড়ানোর দাবি করা হয়েছে। গত কয়েক বছরে ব্যাঙ্কগুলিতে নিচুর দিকে আউটসোর্সিংয়ের পরিমাণ বেড়েছে। এই অবস্থায় অস্থায়ী কর্মী বৃদ্ধির কারণে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়ছে বলেই মনে করছে এআইবিইএ।

ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!

ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!
ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!