নজরবন্দি ব্যুরো: অশ্বিনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ দেওয়া হয় অক্ষর প্যাটেলের চোটের জন্য। আর প্রথম ম্যাচে ৪৭ রানে ১ উইকেট নিলেও, ইন্দোরে দাপট দেখান তিনি। নিয়েছিলেন ৪১ রানে ৩ উইকেট। চলতি সিরিজে ব্যাট করার সুযোগ না পেলেও, অশ্বিন অতীতে বড় রান করেছেন।
আরও পড়ুন: এখনও সুস্থ নন অক্ষর, বিশ্বকাপে তাহলে কী অশ্বিন?
আর এই তিন উইকেট নেবার পরেই রেকর্ড গড়লেন ভারতীয় এই তারকা স্পিনার। গত কালের ম্যাচে ৭ ওভারে ৪১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ডেভিড ওয়ার্নার (৫৩), মার্নাস ল্যাবুশান (২৭) এবং জোশ ইংলিসকে (৬) ফাঁদে ফেলেন অশ্বিন। আর এই কারণেই তিনি পিছনে ফেললেন অনিল কুম্বলে ও কপিলদেবকে।

অশ্বিন প্রথম ভারতীয় বোলার হিসেবে একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪৪টি উইকেট নিয়েছেন তিনি । অপরদিকে অনিল কুম্বলে ও কপিল যথাক্রমে ১৪২টি ও ১৪১টি উইকেট নিয়েছিলেন। প্রাক্তন অলরাউন্ডার কপিল পাকিস্তানের বিরুদ্ধে ১৪১টি উইকেট নিয়েছিলেন।
একই সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ১৩৫টি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। সেই তালিকায় সকলকে ছাপিয়ে গেলেন অশ্বিন। ভারতীয় বোলাররা একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন কারা? এক নজরে দেখে নিন।
কপিল ও কুম্বলেকে টপকে রেকর্ড অশ্বিনের, গড়লেন ইতিহাস
১৪৪ – রবিচন্দ্রন অশ্বিন বনাম অস্ট্রেলিয়া। ১৪২ – অনিল কুম্বলে বনাম অস্ট্রেলিয়া। ১৪১ – কপিল দেব বনাম পাকিস্তান। ১৩৫ – অনিল কুম্বলে বনাম পাকিস্তান। ১৩২ – কপিল দেব বনাম ওয়েস্ট ইন্ডিজ।