নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর। সেই ম্যাচে ব্যাট লড়াই করলেও, চোটে ভুগছিলেন অক্ষর। তাঁর চোট ছিল বেশ গুরুতর। আর তাই একেবারে শেষ মুহূর্তে ওয়াসিংটন সুন্দরকে শ্রীলঙ্কা উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই গিল-শার্দুল, দলে বিরাট-রোহিতরা
কিন্তু তরুণ অফ স্পিনার ফাইনাল খেলার সুযোগ পাননি। যদিও পরবর্তী সময় শোনা যায় অক্ষর চোট পেতেই অশ্বিনকে প্রথম ডেকে পাঠান অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তবে অশ্বিন প্রস্তুত না থাকার জন্য এশিয়া কাপের ফাইনালের দলে যোগ দিতে পারেননি। এরপর অশ্বিনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ দেওয়া হয়।
প্রথম ম্যাচে ৪৭ রানে ১ উইকেট নিলেও, ইন্দোরে দাপট দেখান তিনি। নিয়েছিলেন ৪১ রানে ৩ উইকেট। চলতি সিরিজে ব্যাট করার সুযোগ না পেলেও তিনি যে ভালই ব্যাট করতে পারেন তার প্রমাণ দিয়েছেন আগেই। উল্লেখ্য বাংলাদেশের বিরুদ্ধে ছুট পেয়েছিলেন বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা অক্ষর প্যাটেল।

আর সেই চটের পরে এশিয়া কাপের ফাইনালে তিনি খেলতে পারেননি। এই মুহূর্তে অক্ষর প্রিয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেবেছিল সফরে তাকে দলে ফেরানো হবে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী অক্ষরের চোট এখনো সারেনি। তাই আপে যেতে পারেন অশ্বিন।
এখনও সুস্থ নন অক্ষর, বিশ্বকাপে তাহলে কী অশ্বিন?
যদি এই ইস্যু নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি ভারতীয় বোর্ড। ফলে সত্যিই যদি অক্ষর পেটেল বাড়ি ২৭ তারিখের আগে প্রস্তুত না হতে পারেন বিশ্বকাপে দলে নিশ্চিত সুযোগ পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।