অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই গিল-শার্দুল, দলে বিরাট-রোহিতরা
IND Vs AUS 3Rd match update

নজরবন্দি ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৯৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৩ ম্যাচের সিরিজেও ২-০ ব্য়বধানে জিতে গেল ভারত। প্রথম ওয়ানডে ম্য়াচে মোহালিতে ভারত ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার ইন্দোরেও উড়ল জয় ধ্বজা।

আরও পড়ুন: বিশ্ব রেকর্ড গড়ে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক ভারতের

দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে কেএল রাহুল অ্যান্ড কোং প্য়াট কামিন্সের অজি বাহিনীকে নাস্তানাবুদ করেছে ৯৯ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত জিতেছে ডাক- ওয়ার্থ লুইস নিয়মে। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টস জিতে ভারতকে ব্য়াট করতে পাঠিয়েছিল।বাকিটা ইতিহাস।

শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার। আর তাই এই শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হল দল গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে। তাঁরা হলেন শুভমন গিল এবং শার্দুল ঠাকুর। ভারতীয় দলের সঙ্গে রাজকোট যাচ্ছেন না তাঁরা। গিল এবং শার্দুল এই দুই ক্রিকেটারই বিশ্বকাপ দলে রয়েছেন। আর এই ম্যাচে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত, বিরাটরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই গিল-শার্দুল, দলে বিরাট-রোহিতরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই গিল-শার্দুল, দলে বিরাট-রোহিতরা

ফলে কোনও রকম সমস্যা হবে না। ইন্দোরে দুর্দান্ত শতরান করেন গিল। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন তরুণ এই ব্যাটার। তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ৬টি শতরান রয়েছে। তার মধ্যে পাঁচটি এসেছে এই বছরে। বিশ্বকাপের আগে ভারতীয় দলও খুব সতর্ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই গিল-শার্দুল, দলে বিরাট-রোহিতরা

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই গিল-শার্দুল, দলে বিরাট-রোহিতরা

বিশেষ করে ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে। কারণ চোটের জন্য অনেক ক্রিকেটারকেই বেশ কয়েক মাস দলের বাইরে থাকতে হয়েছে। সব মিলিয়ে ওয়ার্কলোড নিয়ে সতর্কতা বিশ্বকাপের আগে ভালোভাবেই ম্যানেজ করছে টিম ইন্ডিয়া।