নজরবন্দি ব্যুরো: ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর চিন সফর বাতিল করেছেন। প্রকৃতপক্ষে, অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের চিনের হ্যাংঝাউতে অনুষ্ঠিত চলতি এশিয়ান গেমসে প্রবেশ দেওয়া হয়নি। যার পরে ভারত সরকার চিনকে উপযুক্ত জবাব দিয়েছে।
আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে কেন নেই বিরাত-রোহিত? জবাব দিলেন দ্রাবিড়
বিদেশ মন্ত্রক এই বিষয়ে লিখিত বিবৃতিতে বলেছে যে চিন অরুণাচলের মানুষের সঙ্গে বৈষম্য আচরণ করেছে। তাদের খেলোয়াড়দের এশিয়ান গেমসে এন্ট্রি দেওয়া হয়নি, সেই কারণেই এখন সে দেশে পা রাখবেন না ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। নেইমান ওয়াংসু, অনিলু তেগা, মেপাং লামগু এই তিন অ্যাথলিটের চিনে হানঝাউ গেমসে উসু ইভেন্টে নামার কথা।
এশিয়ান গেমস শুরু হওয়ার আগে আয়োজকদের পক্ষ থেকে তাঁদের অ্যাক্রেডিটেশন কার্ড বা পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছিল। তারপরও চিনে ঢোকার অনুমতি পাননি এই তিন অ্যাথলিট। আসলে চিনে যাবার বিমানে উঠতেই পারেননি ওয়াংসু, তেগারা। আর সেই কারণেই এই সিদ্ধান্ত।
অরুণাচলের খেলোয়াড়দের অপমান, প্রতিবাদে চিন সফর বাতিল করলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ
অপর দিকে পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এশিয়ান গেমস গামী অরুণাচলের তিন অ্যাথলিটের সঙ্গে যা হয়েছে, তাতে এশিয়ান গেমসের সদস্য রাষ্ট্রের প্রতিযোগীদের প্রতি বৈষম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। চিনের এই পদক্ষেপ এশিয়ান গেমসের চেতনা এবং তাদের আচরণ নিয়ন্ত্রণকারী নিয়ম উভয়ই লঙ্ঘন করে।