প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! রেগে আগুন সুশান্ত অনুরাগীরা
Ankita insulted her ex-boyfriend sushant

নজরবন্দি ব্যুরোঃ অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুত বহুকাল ধরে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল এ কথা প্রায় সবাই জানে। তাঁদের সম্পর্ক শুধু প্রেমে আটকে ছিল না তাঁরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিল। তবে পরিস্থিতির কারণে তাঁদের প্রেম পরিনতি পায়নি। তবে সুশান্ত এখন আর বেছে নেই সে কথা সবাই জানে। এরই মধ্যে তার মৃত্যুর এতদিন পরে অপমান করলেন পূর্ব প্রেমিককে অঙ্কিতা?

আরও পড়ুনঃ বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মধ্য দিয়ে তাঁদের সম্পর্কের শুরু হয়। সম্প্রতি সেই ধারাবাহিক ১৪ বছর পূর্ণ করল। সেই ধারবাহিকে অঙ্কিতা অর্চনার চরিত্রে এবং সুশান্ত মানবের চরিত্রে অভিনয় করেছিল।

প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! কারণ কি? সেই ১৪ বছর পূর্ণর খুশিতে অঙ্কিতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এবং লেখেন “পবিত্র রিস্তার ১৪ বছর। এখনও আমার প্রথম সন্তানের সঙ্গে আত্মার যোগ অনুভব করি। একতা কাপুর অনেক ধন্যবাদ আমায় বিশ্বাস করার জন্য, আমায় ভরসা করার জন্য। এখনও যখন দেখা হয় মানুষজনের সঙ্গে, তাঁরা আমায় অর্চনা নামেই ডাকেন। কী যে ভাল লাগে… যারা এই সুন্দর ধারাবাহিক দেখেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবাইকে অনেক ভালবাসা জানাই।”

প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! কারণ কি?

প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! কারণ কি? 
প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! কারণ কি? 

তাতেই বেজায় রেগে যায় সুশান্ত অনুরাগীরা। অনুরাগীদের মতে অর্চনা পূর্ণতাই পেত না যদি না সুশান্ত থাকতো। তাঁদের প্রশ্ন কেন সুসান্তের নাম একবারও উল্লেখ করলেন না অঙ্কিতা? কেন সারা ভিডিওতে সুশান্তের একটিও ছবি নেই। তার জন্য নেটিজেনদের থেকে বহু কটাক্ষ শুনতে হয় তাঁকে। এমনকি অনেকে তাঁকে সুবিধাবাদী ও বলে।