Alia Bhat’s Birthday: মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়ার, কেমন কাটল অভিনেত্রীর ৩০ তম জন্মদিন

মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়ার, কেমন কাটল অভিনেত্রীর ৩০ তম জন্মদিন
Alia Bhat's 30th birthday celebration

নজরবন্দি ব্যুরোঃ  বলিউড এর সেরা তালিকা নায়িকাদের মধ্যে একজন সফল অভিনেত্রী আলিয়া ভাট আজ বুধবার তাঁর জন্মদিন। গত বছরই রনবীরের সঙ্গে চারহাত এক করেছিলেন তিনি, সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী। এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, রাহা আসার পরে এটাই তাঁর প্রথম জন্মদিন।

আরও পড়ুনঃ সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, ‘আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরবো’

আজ অভিনেত্রীর ৩০ তম জন্মদিন, মহারাষ্ট্র মুম্বাইতে ১৫ মার্চ ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন আলিয়া। বাবা  মহেশ ভাট এবং মা সোনি রাজদান এর কন্যা আলিয়া। একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার পরিবারে জন্ম তাঁর ও সিনেমাতে পদার্পণ। তাঁর মা ও পেশায় একজন অভিনেত্রী। 2012 সালে  “স্টুডেন্ট অফ দ্য ইয়ার” মুভি দিয়ে  তার কেরিয়ারের সুত্রপাথ। হাইওয়ে (২০১৪),  স্টেট (২০১৪), হাম্পটি শর্মা কি দুলহানিয়া (২০১৪), কাপুর অ্যান্ড সন্স (২০১৬), উড়তা পাঞ্জাব (২০১৬), রাজি (২০১৮), গালি বয় (২০১৮)  কলঙ্ক (২০১৯) ইত্যাদি তাঁর অভিনীত সিনেমা।

Alia Bhatt Looks Mesmerising In Shimmery Gown As She Receives Time100 Impact Award; See Pics
মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়ার, জন্মদিনের কেক কাটার মুহূর্ত শেয়ার করলেন

 ‘রাজি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর  স্ক্রিন অ্যাওয়ার্ড পান তিনি।  ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার জন্য সেরা মহিলা অভিষেকের জন্য ফিল্ম অ্যাওয়ার্ড পান। উড়তা পাঞ্জাব’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার ২০১৯ সালে। বলিউড ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড পান ২০২০ সালে  ‘গালি বয়’ ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান সম্প্রতি। এছাড়াও তাঁর অভিনীত গাঙ্গুবাই দর্শকদের মন কেরে নিয়েছিল। এই বছরই তাঁর স্বামি রনবীর কাপুরের সঙ্গে তাঁর মুভি ব্রহ্মাস্ত্র বের হয়।

মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়ার, জন্মদিনের কেক কাটার মুহূর্ত শেয়ার করলেন

Pregnant from sex before marriage! Along with Alia, there is a Bengali among these 8 actresses Pipa News | PiPa News
মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়ার, জন্মদিনের কেক কাটার মুহূর্ত শেয়ার করলেন

সম্প্রতি এক সাংবাদিক সভায় তাঁকে তাঁর মেয়ে রাহার কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। আলিয়া জানিয়েছেন, তিনি এখনও অবধি তাঁর সন্তানের কেরিয়ার নিয়ে ভাবেননি। সবটাই রাহার উপর নির্ভর করছে।  কোনও জোর খাটাবেন না তারা। নিজে সফল অভিনেত্রী বলে তাঁর সন্তান কেও হতে হবে এমন কোন দাবি নেই তাঁর।