Suicide note: সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, ‘আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরবো’

সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, 'আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরবো'
Bengali actress post suicide note on her instragram

নজরবন্দি ব্যুরোঃ বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ তার সমাজমাধ্যমে একটি সুইসাইড নোট লিখে পোস্ট করায় ঘাবড়ে যায় তার অনুরাগীরা। তিনি তার সুইসাইড নোটের মাধ্যমে একটি অন্য ইঙ্গিত দেন। বছর দুই আগে এই অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ তুলে এনেছিল। ফের তার এই বিশেষ ইঙ্গিত দেওয়া নোটে নেটপাড়ায় এখন বিশেষ ভাবে চর্চিত বাঙালি অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ২৯ জন উপাচার্যের পদ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট, বড়সড় প্রশ্নের মুখে রাজ্য

CELEBRITY PICS: Payal Ghosh

 

 

 

তবে অভিনেত্রীর পোস্ট করার সুইসাইড নোটটি সম্পূর্ণ নয় তিনি একটি চিরকুটে পেন দিয়ে লিখে  সেটির ছবি তার সমাজমাধ্যমে পোস্ট করেছেন।  ‘‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’’ সেটি জুড়েই আজ সকাল থেকে শোরগোল নেট দুনিয়ার।

onurag ujhhjihu
সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, চিন্তিত অনুগামীরা

 

অনেকে এবার বছর দুই আগে এই অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যে যৌননির্যাতনের অভিযোগ তুলে এনেছিল তার সাথে দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন। তবে অভিনেত্রী কারোর নামই উল্লেখ করেননি তার লেখা কাগজে।

সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, চিন্তিত অনুগামীরা

payui
সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, ‘আমি সুশান্ত নই,

তার এই পোস্টটিতে অনেকে আবার কমেন্ট করেছেন ‘আপনি মানসিক ভাবে সুস্থ নেই, ডাক্তার দেখান’ অনেকে আবার পুলিশের সাহায্য নিতে বলেছেন। তিনি এর পর আরও একটি পোস্ট করেন এবং জানান যে তার বাড়িতে পুলিশ এসেছিল এবং তার সাথে কথাও বলেছে, তিনি এও জানান যে তিনি সুশান্ত সিং নয় যদি মরতেই হয় সবাইকে নিয়ে মরব।