নজরবন্দি ব্যুরোঃ এবার বড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়ার। কোম্পানির তরফে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার যে নতুন বোয়িং আসছে, তার জন্যই কয়েক হাজার বিমান চালক ও বিমান সেবিকা নিয়োগ করা হবে। রিপোর্টে প্রকাশ, এয়ার ইন্ডিয়া ৮৪০টি নতুন বিমান কেনার প্রস্তাব পাশ করেছে।
আরও পড়ুনঃ চন্দনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থ, মামা-ভাগ্নে গ্রামে এখন চাকরি হারানোর হাহাকার
যার মধ্যে এই মুহূর্তে ৩৭০টি এয়ার বাস সংশ্লিষ্ট কোম্পানির তরফে কেনা হচ্ছে বলে খবর। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১১৩টি বিমানের জন্য ১৬০০ জন চালক রয়েছেন। যা পর্যাপ্ত নয়। সেই সঙ্গে যুক্ত হচ্ছে আরও একগুচ্ছে নতুন বিমান।
তার জন্যই কোম্পানির তরফে নতুন করে বিমান চালক ও সেবিকা নিয়োগ করা হবে বলে জানানো হয়। মোট ৯০০ জন ‘ট্রেনি পাইলট’ এবং ৪,২০০ বিমানকর্মী নিয়োগ করা হবে চলতি বছরে। বিশেষঞ্জদের মতে এয়ার ইন্ডিয়ার ৪৭০টি বিমান কেনার চুক্তি ভারতীয় বিমান চালনায় ২,০০,০০০ এরও বেশি নতুন চাকরি তৈরি করবে।
এয়ার ইন্ডিয়ার বড়সড় নিয়োগ, পাইলটদের কোটি টাকার বেতন দেবে টাটারা
কোম্পানির ওয়েবসাইটে আসা নতুন বিঞ্জপ্তি তারই সূচনা বলে মনে করা হচ্ছে।নতুন নিয়োগের মধ্যে এয়ার ইন্ডিয়া বার্ষিক ২ কোটি টাকার বেশি বেতনেরও কিছু কর্মী নিয়োগ করবে বলে জানা গিয়েছে।এছাড়া, অন্য বেশ কয়েকটি পদের জন্য নিয়োগের কথা বলা হয়েছে