‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আসলে করণ জোহরের জীবন কাহিনী
Ae Dil Hai Mushkil is the life story of Karan Johar

নজরবন্দি ব্যুরোঃ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কথা মনে আছে? এই সিনেমা দর্শকদের মনে বেশ ছাপ ফেলেছিল। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মা অভিনীত এই ত্রিকোণ প্রেমের ছবি নাকি আসলে করণ জোহরের জীবন কাহিনী।

আরও পড়ুনঃ ফের নতুন প্রেমে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কে সেই প্রেমিক?

এই ছবির মূল বিষয়বস্ত ছিল একতরফা ভালবাসা। এক তরফা ভালবাসা কতটা প্রখর হতে পারে তা এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়ে ছিলেন তিনি। কারন একতরফা ভালবাসা নাকি করণ জোহরের জীবনেও এসেছিল। যেখানে তিনি ব্যয় করেছিলেন তার জীবনের প্রায় ৭-৮ বছর।

Karan Johar: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি করণ জোহরের জীবন কাহিনী

অবশেষে সামনে এসেছে সত্যি। পরিচালক এবার নিজেই সেই বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনিও একজনকে ভালবাসতেন। কিন্তু সেই মেয়ে নাকি পরিচালককে ভালবাসতেন না। তবুও নিঃশর্ত ভাবে ভালবেসে গিয়েছিলেন তিনি। সেই ভালবাসার মানুষ নাকি করণের মনে প্রায় ৭-৮ বছর ছিল।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিজের কথা ভেবেই বানিয়েছিলেন পরিচালক

Karan Johar: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি করণ জোহরের জীবন কাহিনী

তবে পরিচালক জানান “সিনেমায় দেখাতে হয়েছিল সে শেষে মারা গিয়েছে। এটা দেখাতে গিয়ে একটু বেগ পেতে হয়েছিল।”। এই ছবি পরিচালক সকলের কথা ভেবেই বানিয়েছিলেন। কারন তিনি মনে করেন আমাদের আশে পাশে এমন অনেক মানুষ রয়েছে যারা এক তরফা ভালবাসেন। অনেকে আবার তাদের ভালবাসার মানুষকে সারাজীবনের মন থেকে সরিয়ে দিতে পারে না।