নজরবন্দি ব্যুরোঃ টলিউডের নামজাদা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একের পর এক ছবিতে কাজ করে তিনি দর্শকদের মনে বহু আগেই জায়গা করে নিয়েছিলেন। এই মুহূর্তে তিনি অভিনয়, নাচের পাশাপাশি সংসারটাও মন দিয়ে করছেন। তবে এবার নাকি তিনি নতুন প্রেমে পড়েছেন। এমনটাই খবর মিলল তাও আবার অভিনেত্রীর কাজ থেকেই।
আরও পড়ুনঃ “আমি বারবার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি” বিয়ে না করার কারন জানালেন সাবিত্রী
বর্তমানে অভিনেত্রী বিবাহিত, তার সন্তানও রয়েছে। প্রায় প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রেমে তার বহু অনুরাগী প্রতিনিয়তই পরে। অভিনেত্রী যখন সামাজিক মাধ্যমে তার ছবি শেয়ার করে তা থেকেই এই বিষয়টি টের পাওয়া যায়। কিন্তু এবার অভিনেত্রী কার প্রেমে পড়লেন?
অভিনেত্রী নিয়েই তার সামাজিক মাধ্যমের দ্বারা সেই কথা জানালেন। তিনি সম্প্রতি গাড়ির স্টিয়ারিংয়ে বসে একটি ছবি তুলে সেটি পোস্ট করেছেন। এবং সাথে ক্যাপশন দিয়েছেন ‘নতুন প্রেমের খোঁজ। আমার আন্তর্জাতিক লাইসেন্স নিয়ে বিদেশে শহর ভ্রমণ।’
ফের নতুন প্রেমে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নিজেই জানালেন প্রেমিকের নাম!
অথাৎ গাড়ি চালাতে গিয়ে তিনি নতুনভাবে প্রেমে পড়লেন। তাও আবার দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেই তিনি গাড়ি চালাতে মগ্ন। তিনি যে এই কাজটিতে কতটা আনন্দিত এবং উপভোগ করছেন। তার ছাপ তার চোখে মুখেই স্পষ্ট।