নজরবন্দি ব্যুরো: শিয়রে পঞ্চায়েত নির্বাচন! তবে নির্বাচনের আগেই দুর্নীতির দায়ে অস্বস্তিতে শাসক দল। এহেন পরিস্থিতিতে রাজ্যে তৃণমূলের পুরনো হাল ফেরাতে জেলায় জেলায় নবজোয়ারের কর্মসূচীতে বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যাত্রায় একের পর এক চমক দিয়েছে তৃণমূল! এবার সেই রেশ কাটতে না কাটতেই অভিষেকের নেতৃত্বে শুভেন্দুর ডেরায় এবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচী আয়োজিত হয়। যদিওবা তৃণমূলের জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমন ধরনের মিছিল আগে কখনই হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাতেই নন্দীগ্রামে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা! সকালেই হেলিকপ্টারে পৌঁছাবেন বালেশ্বর
আর নন্দীগ্রাম পৌঁছাতে না পৌঁছাতেই জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “বিজেপির মেয়াদ আর এক বছর! তারপর সিবিআই-ইডি গদ্দারকে গ্রেফতার করবে। শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে? নিজের এলাকায় রাত ১০টায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও! কিন্তু আমার আছে! তাই আমি করছি।” প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার ‘নন্দীগ্রাম চলো’র ডাক দিয়েছিল তৃণমূল। এরপরেই বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুভেন্দুর ডেয়ার নন্দীগ্রাম চলো কর্মসূচী আয়োজিত হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই বড়সড় চমক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ছেড়ে অভিষেকের হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস। আর সাগরদিঘির বিধায়কের এই যোগদান নিয়ে বর্তমানে তুঙ্গে রাজ্য-রাজনীতি! আর সেই রেশ কাটতে না কাটতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নন্দীগ্রাম চলো কর্মসূচী নতুন করে উত্তপ্ত বাড়িয়েছে! জানা গিয়েছে, চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার পদযাত্রা করেন অভিষেক। তারপরেই বৃহস্পতিবার নন্দীগ্রামে পৌঁছতে রাত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি এর আগেও নন্দীগ্রামে আসার পথেও জনসংযোগ কর্মসূচীতে অংশ নিয়ে শুভেন্দুকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “নন্দীগ্রামের শান্ত মাটিতে যে অশান্তির আগুন লাগিয়েছে, সেই গদ্দার জমানাত আগামীদিনে বাজেয়াপ্ত হতে চলেছে মানুষের হাতে। আগামীদিনে মেরদণ্ড সোজা রেখে লড়তে হবে।” যদিওবা অভিষেকের একাধিক হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। এপ্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি যাবে না, দুর্নীতিতে জনজোয়ারের পর যাবেন তিহাড়ে।”
গদ্দারকে গ্রেফতার করবে ইডি-সিবিআই, হুঙ্কার অভিষেকের