নজরবন্দি ব্যুরো: এগরা বিস্ফোরণের ঘটনায় অবশেষে ৩দিন পরে বদলি করানো হল এগরার আইসি মৌসম চক্রবর্তীকে। শুক্রবার ভবানী ভবনের পক্ষে থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আর সেই বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হয়েছে। মৌসম চক্রবর্তীকে বদলি করে হুগলি গ্রামীণ সাইবার ক্রাইম থানায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক
অন্যদিকে, শুক্রবার ভোররাতেই মৃত্যু হয় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানুর। কটকের হাসপাতালে ভোর তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় দীর্ঘপথ বাইকে গিয়ে কটকের হাসপাতালে ভরতি হয়েছিলেন ভানু। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেই জানা গিয়েছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। জানা যায়, খাদিকুল গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে একের পর এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ৭ জনের দেহ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে বেশকিছুটা দূরে গ্রামের রাস্তায় ছড়িয়েছিটিয়ে পরেছিল ছিন্নভিন্ন দেহ গুলি। পাশাপাশি আহত হন আরও অনেকেই। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশকর্মীরা পৌঁছলে, গ্রামের মানুষরা তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এই এগরা থানার আইসিকে শোকজ করার নির্দেশ দেন। অভিযুক্ত ভানু কিভাবে জামিন পেল তা জানতেও চেয়েছেন তিনি।
এরপরে এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। স্থানীয় সূত্রের দাবি, বারুদ মজুত করার দায়িত্বে ছিল ধৃতদের! স্বাস্থ্য পরীক্ষা করার পর ধৃতদের তোলা হয় কাঁথি মহকুমা আদালতে। আরও তথ্য পেতে অভিযুক্তদের হেফাজতে নেয় পুলিশ। তারপরেই সন্ধান মেলে অভিযুক্ত ভানু বাগের। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে ও ভাইপোকে।