Abhishek Banerjee: অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক

অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক
CBI has summoned Abhishek, call him to Nizam Palace tomorrow

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অভিষেককে। সূত্রের খবর, আজ রাতেই নবজোয়ার সভা শেষ করে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ৩২ হাজার চাকরি বাতিল, কার্যত বহাল সিঙ্গেল বেঞ্চের রায়, শুধুমাত্র পুরো বেতন পাবেন শিক্ষকরা!

হাজিরা সেরে তিনি ফের ২২শে মে সোনামুখী নবজোয়ার যাত্রায় যুক্ত হবেন। উল্লেখ্য, গতকালই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে।

Abhishek Banerjee: অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক
অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক

পাশাপাশি অভিষেক এবং কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেন বিচারপতি।এই জোড়া নির্দেশে বেশ চাপে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের রায়তে কড়া ভাষায় বিচারপতি ভর্ৎসনা করেন অভিষেক এবং কুন্তলকে। উল্লেখ্য,এর আগে যুব তৃণমূলের সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম বলানোর জন্য ধৃতদের ওপর চাপ দিচ্ছে ইডি, সিবিআই।

Abhishek Banerjee: অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক

এরপরই কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে চিঠি দিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান যে তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই। গত কালই নবজোয়ার যাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক

Abhishek Banerjee: অভিষেককে তলব সিবিআই এর, আগামী কালই নিজাম প্যালেসে ডাক

সেখানে তিনি জানিয়েছিলেন যে কোন তদন্তে তিনি যে কোন এজেন্সির কাছে জেতে প্রস্তুত ও তদন্তে সাহায্য করতে প্রস্তুত। তিনি জানিয়েছিলেন দেশের বিচার ব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা আছে। আজ রাত পোহাতেই আজ তাঁকে জানিয়ে দেওয়া হল আগামী কাল সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে তাঁকে আসতে হবে তদন্তের স্বার্থে।