দু দশক পর ফের লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল, ব্যর্থ হয়েছিলেন বাজপেয়ী-মনমোহন

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের ডাকে বিশেষ অধিবেশনের আয়োজন হয়েছে। সোমবার অধিবেশনের প্রথম দিনে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়। গতকাল রাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটিকে অনুমোদন দেওয়া হয়। দু দশকের বেশি সময় ধরে বিলটি অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। ২০১০ সালে শেষবার এই বিলটি পাশ করা হয়। এরপর রাজ্যসভা কখনও ভাঙা হয়নি তাই বিলটিও কখনও বাতিল করা হয়নি। তবে ১৩ বছর পর আবারও লোকসভায় সংরক্ষণ বিল পেশ করা হয়। এই বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন।

আরও পড়ুন: গণেশ পুজোর দিন আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা!

১৯৯৬ সালের ১২ সেপ্টেম্বর দেবগৌড়ার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকার লোকসভায় প্রথম মহিলা সংরক্ষণ বিল (৮১ তম সংশোধনী বিল হিসেবে) আনে। শেষপর্যন্ত বিলটি পাশ করাতে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার। লোকসভা ভেঙে যাওয়ায় এটি বাতিল হয়ে যায়। তার দু’বছর পর ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার রাজ্যসভায় পেশ করলেও বিলটি পাশ করানো সম্ভব হয়নি। এরপর ১৯৯৯, ২০০২, ২০০৩ সালে প্রচেষ্টা করা হয়েছিল তবে কোনও ইতিবাচক ফল পাওয়া যায়নি।

দু দশক পর ফের লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল, ব্যর্থ হয়েছিলেন বাজপেয়ী-মনমোহন

পাঁচ বছর পর অর্থাৎ ২০০৮ সালের মে মাসে মনমোহন সিংয়ের তৎকালীন ইউপিএ সরকার মহিলা সংরক্ষণ বিল রাজ্যসভায় পেশ করে। তিনদিনের মধ্যে বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। ওই বছরের ডিসেম্বর মাসেই কমিটির তরফে রিপোর্ট দেওয়া হয়। ২০১০ সালে ১৮১-১ ভোটে বিলটি পাশ করা হয়। বিল পাস হলেও লোকসভায় কোনও আলোচনা হয়নি। ২০১৪ সালে আরজেডি এবং সমাজবাদী পার্টি মহিলাদের জন্য বর্ণভিত্তিক সংরক্ষণের দাবি তুলে এই বিলের তীব্র বিরোধিতা করে। এরপর অবশ্য লোকসভা ভেঙে যাওয়ায় বিলটি নিয়ে আলোচনাও আর এগানো যায়নি।

দু দশক পর ফের লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল, ব্যর্থ হয়েছিলেন বাজপেয়ী-মনমোহন

প্রসঙ্গত, লোকসভা এবং রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ বা এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৩৩ শতাংশ কোটার মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের জন্য উপ-সংরক্ষণের প্রস্তাবও রয়েছে। এছাড়াও প্রতিটি লোকসভা নির্বাচনের পর সংরক্ষিত আসনগুলি পরিবর্তন করা উচিত বলে উল্লেখ করা হয়েছে বিলে। উল্লেখ্য, মহিলা সংরক্ষণ বিল নিয়ে অনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিল পাশ করানোর দাবি জানিয়ে ২০১৮ সালের ১৬ জুলাই মাসে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। টুইটে সেই চিঠির কথা শেয়ার করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

দু দশক পর ফের লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল, ব্যর্থ হয়েছিলেন বাজপেয়ী-মনমোহন

দু দশক পর ফের লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল, ব্যর্থ হয়েছিলেন বাজপেয়ী-মনমোহন
দু দশক পর ফের লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল, ব্যর্থ হয়েছিলেন বাজপেয়ী-মনমোহন