নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কোনওরকমে হাসপাতাল পর্যন্ত পৌঁছালেও চিকিৎসক বা নার্স কেউই এগিয়ে আসেননি। অবশেষে হাসপাতালের বাইরেই সন্তানের জন্ম দিলেন প্রসূতি। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের জেলা হাসপাতালে। ঘটনার কথা জানাজানি হতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
আরও পড়ুন: Jammu and Kashmir: বড়সড় নাশকতা এড়াল Pulwama, G 20 সম্মেলনের আগে বড় সাফল্য পুলিশের
মহিলার স্বামী অরুণ পারিহারের অভিযোগ, “জননী এক্সপ্রেসে ফোন করলেও তাঁরা দেরিতে আসে। হাসপাতালে পৌঁছানোর পর তাঁর স্ত্রীকে বাইরে অপেক্ষা করতে হয়। স্বাস্থ্যকর্মীদের কেউই স্ট্রেচার নিয়ে আসেননি এমনকি চিকিৎসককেও খবর দেয়নি। তাঁর স্ত্রীকে দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে হয়েছে বলে অভিযোগ। কিছু সময় পর হাসপাতালের বাইরে কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা।
ওই ব্যক্তির দাবি, ঘটনাস্থলে জমায়েত হওয়া শুরু হলে লোকজনের চিৎকারে হাসপাতালের একজন কর্মী স্ট্রেচার নিয়ে আসেন এবং তাঁর স্ত্রী ও সদ্যোজাত কন্যা সন্তানকে ভর্তি করেন। দুজনেরই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।
সূত্রে খবর, ওই মহিলা এবং সদ্যোজাত দুজনেই বর্তমানে নিরাপদে আছে। প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে। তবে এই ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালের বিরুদ্ধে সরব অধিকাংশ। প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের চিকিৎসা ব্যবস্থা। অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।