কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান #Qatar World Cup 2022

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ ফুটবল এখন এক্কেবারে শেষের দিকে। লিগ ম্যাচ নকআউট পেরিয়ে এবার শুরু কোয়াটার ফাইনাল বা শেষ আটের প্রতিযোগিতা। শুক্রবার অর্থাৎ আজ আল রাইয়ানের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর আজই আরেক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

আরও পড়ুনঃ প্রবীণদের জন্য বড় সুখবর, ফিক্সড ডিপোজিটে ওপর মিলবে ৯% সুদ

কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান
কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান

শনিবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল এবং অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ফ্রান্স। তার পরেই শেষ চারের খেলা।এই সময় সবার প্রশ্ন কাতার বিশ্বকাপ জিতবে কে? এই নিয়ে যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান ‘ফাইভথার্টিএইট’ শেষ ৮ দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করেছে। আর এ বিশ্লেষণে উঠে এসেছে, ইংল্যান্ড ও পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার চেয়েও বেশি। শতকরা হারের এই হিসাবে সবার ওপরে ব্রাজিল।

কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান
কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান

অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের মধ্যে বিশ্বকাপ জয়ে ব্রাজিলকে সবার চেয়ে এগিয়ে রেখেছে এই ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছে ব্রাজিল দলের। এই প্রতিষ্ঠান হিসেব করে বলেছে নেইমারদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবথেকে বেশি ৩৩%। অপরদিকে আজ কোয়ার্টার-ফাইনালে সিরিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭৭%। আর সেমিফাইনাল থেকে ফাইনালে উঠার সম্ভাবনা ৫১%। অপরদিকে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১৪% করে।

এবং মরক্কো কে কোয়ার্টার ফাইনালে হারিয়ে পর্তুগালের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৮%। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শতকরা ৫২%। সেমিফাইনাল থেকে পর্তুগাল এর ফাইনালে ওঠার সম্ভাবনা শতকরা ৩৩%। ঠিক তেমনি সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০%। এবার আসি আর্জেন্টিনার কথায়। এই বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে আসার আগে ৩৬টি ম্যাচ টানা জিতে এসেছে।

কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান

দল হিসেবেও অত্যন্ত ভালো একটা জায়গাতে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই ছন্দপতন ঘটে নীল-সাদার। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারে মেসিরা। তারপর থেকে প্রতিটি ম্যাচে উন্নতি করেছে আর্জেন্টিনা। কিন্তু আমেরিকার সেই ডাটা এনালিস্ট প্রতিষ্ঠান ‘ফাইভথার্টিএইট’ এর হিসাব অনুযায়ী মেসিদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অবশ্য ৭০ শতাংশের বেশি।

কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান

কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান

কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা মাত্র ২৪ শতাংশ। অপরদিকে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১২%। ইংল্যান্ডকে হারিয়ে ফরাসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৪৮%। আর ফাইনালে ওঠার সম্ভাবনা ২৭%। এছাড়াও নেদারল্যান্ডের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৭%। ক্রোয়েশিয়ার ৪%। মরক্কোর ৩%। সবমিলিয়ে এই সংস্থার হিসাব অনুযায়ী কাতার বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ব্রাজিলের। এবার বাস্তবে কাতার ২০২২ এর বিশ্বকাপ কে জিতবে। মিলবে কি এই বিখ্যাত ডাটা সংস্থার হিসেব। সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সামনের আর কয়েকটা দিন।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।

Lifestyle and More...