নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু মাস ধরেই পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসার জোগাড় সাধারন মানুষদের। পেঁয়াজের দাম এবার সেঞ্চুরি করতে পারে বলে মনে করছেন সাধারন মানুষরা। পুজোর পরে দাম কিছুটা কমতে পারে বলে আশ্বস্ত করা হয়েছিল ব্যাসায়ীদের তরফ থেকে। কিন্তু আগের সেই আগের মতই ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে হাঁকাচ্ছে পেঁয়াজ। কবে এর থেকে মিলবে সুরাহা? প্রশ্ন সাধারন মানুষদের।
আরও পড়ুনঃনভেম্বরেও জারি ডেঙ্গুর দাপট, চিন্তা বাড়াচ্ছে কালীপুজোর মণ্ডপগুলি
কেন এইরকম লাগামছাড়া ভাবে বেড়ে চলছে পেঁয়াজের দাম? এই বিষয়টি সামনে আনার জন্য টাস্ক ফোর্স লাগানো হয়েছে বিভিন্ন বাজারে বাজারে। তবে সেরকম কোন যথাযথ উত্তর মিলছে না এখনও অবধি। এই মুহূর্তে বাজারে পেঁয়াজের পাইকারি দর ৩০ থেকে ৪০ টাকা কিলো। কিন্তু তা সত্ত্বেও পেঁয়াজ সাধারণ মানুষদের এত দামে বিক্রি করা হচ্ছে।

আমাদের রাজ্যের চাহিদা অনুযায়ী, প্রায় 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতিবছর প্রয়োজন। কিন্তু আমাদের বাংলায় মাত্র 6 টন পেঁয়াজ উৎপাদিত হয়। যার ফলে আমদেরকে মহারাষ্ট্র এবং বিভিন্ন রাজ্য থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়। ফলে দাম বাড়ার কারন হিসেবে এটিও হতে পারে।
পেঁয়াজের দামের ঝাঁঝ ঊর্ধ্বমুখী, কবে কমবে?
তবে এতকিছুর মধ্যে সমস্যায় পড়েছে সাধারণ নিম্নমধ্যবিত্ত মানুষ। কিছুদিন আগে একটি খবর সামনে আসে। পেঁয়াজ কিনতে না পারাতে এক ক্রেতা পেঁয়াজ চুরি করেছিল। ঘটনাটি ঘটেছিল চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে। এমনকি সেই মহিলা হাতেনাতে ধরা পড়ে কঠোরতম শাস্তিও পেয়েছিল। শুধু এই ঘটনা নয়, অসহায় মানুষদের এরকম বহু ঘটনা সামনে আসছে।