নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন ধরেই আইএসএলের শেষপর্বের ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ধোঁয়াশা। আদৌ কবে হবে আইএসএলের সেমিফাইনাল ও ফাইনাল? প্রশ্ন উঠেছিল খোদ কমিটির অন্দরেই। অবশেষে প্রতীক্ষার অবসান। আজ সেই নিয়েই চূড়ান্ত সূচি ঘোষণা করল এফএসডিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ Susanta Ghosh: পশ্চিম মেদিনীপুরে সংগঠন সামলাবেন সুশান্ত, পুরাতন ধাঁচে ফিরছে সিপি(আই)এম!
সেইমতো, আইএসএলের লিগ পর্ব শেষ হওয়ার দিন তিনেকের মধ্যেই শুরু হবে শেষ চারের লড়াই। অর্থাৎ ৭ মার্চ লিগের ম্যাচ শেষ হওয়ার পরেই ১১ ও ১২ মার্চ থাকছে প্রথম লেগের সেমিফাইনাল। আবার ১৫ থেকে ১৬ মার্চ রাখা হচ্ছে রিটার্ন লেগের ম্যাচ। ও ফাইনাল হবে ২০ মার্চ।
বর্তমানে ১৬ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে লিগের প্রথমে রয়েছে হায়দ্রাবাদ এফসি। তারপর একম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এটিকে মোহনবাগান। তৃতীয় স্থানে আপাতত ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে জামশেদপুর এফসি। ও ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স।
কবে হবে আইএসএলের সেমিফাইনাল ও ফাইনাল? ঘোষণা ফুটবল সংস্থার

পূর্বের নিয়ম অনুসারে, নকআউটের দুটি লেগ মিলিয়ে সর্বাধিক গোল সংগ্রহকারী দুটি দলই খেলতে পারবে লিগের ফাইনাল। তবে সকলেরই নজর লিগের শীর্ষস্থানের দিকে। কারন লিগের প্রথম দলই পাবে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ।