নজরবন্দি ব্যুরো: টানা দুদিন মেঘলা আকাশ। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। হালকা শীতের অনুভূতি পেলেও গরম বোধ হচ্ছে। আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? কোথায় হবে ভারী বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: কালীপুজো কাটতেই আকাশের মুখ ভার, অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা- এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। প্রায় সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
উপকূলের অঞ্চলে সতর্কতা প্রচার করা হচ্ছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন রাজ্যের উপকূলের জেলাগুলিতে ৭০ কিলোমিটার/ প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, আজ ভোরেই অতিগভীর নিম্নচাপ থেকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। শুক্রবার ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি হবে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ৭০ কিমি প্রতি ঘণ্টায়। শনিবার থেকে হাওয়ার গতিবেগ আরও বাড়বে। আগামীকালই সিস্টেম ভূভাগে প্রবেশ করবে। রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।