কোভিড আবহে ভার্চুয়ালে উদ্বোধন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শুরু হল ২৬তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। নবান্ন থেকে কোভিড আবহে ভার্চুয়াল উদ্বোধন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের। নবান্ন সভাঘর থেকে এই উৎসব উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের ব্যান্ড আম্বাসাডর অভিনেতা শাহরুখ খান

অতিমারির কারণে সশরীরে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করেন শাহরুখ খান। তিনি এদিন বলেন,” কলকাতা আমার পরিবার। পশ্চিমবঙ্গ আমার পরিবার। খুব দ্রুত পশ্চিমবঙ্গে যাব, সকলের সঙ্গে দেখা করব।” এরপরই মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, ” টলিউড সবসময় হলিউড বলিউডের সঙ্গে প্রতিযোগিতায় থাকে। এই কোভিড পরিস্থিতিতে আমরা অনেক শিল্পীকে হারিয়েছি। তাঁর দুঃখ রয়ে গেছে”। শেষে তিনি বাকি স্বনামধন্য অভিনেতা ও অভিনেত্রীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ‘গো-মাংস খাওয়া মহাপাপ, দুধে মেলে সোনা’, সিলেবাস দেখে তাজ্জব ভারতবাসী

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, ঋতুপর্ণা, দেব, গৌতম ঘোষ, কৌশিক সেন,শ্রাবন্তী সমেত আরও অনেকে।

নিউ নর্ম্যালেই দ্যা শো মাস্ট গো অন। ব্যাস্ এটুকুই চাইছে এখন বাংলার মানুষ। একে এই প্রায় একবছর ধরে চলতে থাকা করোনা আবহ,তার মধ্যেও যদিও বা নিউ নর্মালে চলছে সব, কিন্তু ছায়া ছবির জগতে যে বদলে গেছে অনেক কিছু। করোনা এবং করোনা আবহে আমাদের ছেড়ে গেছেন অনেক অভিনেতা, ক্যামেরাম্যান,পরিচালক। আর আমাদের সবাইকে হারিয়ে দিয়ে গেছেন ‘ অপু ‘। তাই সব থেমে যাওয়ার মাঝের চলতে থাকায় সুরের জন্যই ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম এটাই।

কোভিড আবহে ভার্চুয়ালে উদ্বোধন , প্রতিটা শীতের মতোই এবারও শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৮ ই জানুয়ারি অন্যান্য বছরের মতো বাইরের তারকারা যদিও উপস্থিত থাকছেন না করোনা কালের জন্য। উৎসবের প্রথম দিন নবান্নের সভাঘর থেকে চলতি বছরের পোস্টার লঞ্চ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সহায়তায় সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রদর্শিত হবে সিনেমা। আগামী ৮-১৫ জানুয়ারি চলবে এই অনুষ্ঠান।আজ ২ই জানুয়ারি শিশির মঞ্চে হলো উৎসবের প্রথম সাংবাদিক বৈঠক।

কোভিড আবহে ভার্চুয়ালে উদ্বোধন , উপস্থিত ছিলেন এই উৎসবের মুখ্য উপদেষ্টা মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান রাজ চক্রবর্ত্তী, কো – চেয়ারম্যান ইন্দ্রনীল সেন, অভিনেত্রী পাওলি দাম,অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়,উপস্থিত ছিলেন ইতালির কনস জেনারেল গিয়ানলুকা রুবাগতি। ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থিম হিসেবে বেছেছে ‘ ইতালি ‘। আর ২৬ তম এই উৎসবের প্রথম চলচ্চিত্র? গত ২৫ টা চলচ্চিত্র উৎসব যাঁকে ছাড়া ভাবতে পারেনি বাঙালি। উত্তম কুমারের পর এতদিন বাংলা চলচ্চিত্র জগৎকে কাঁধে বয়ে নিয়ে গেছেন অভিভাবকের মতো, সেই অপুর কথা দিয়ে, সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্বরণে উদ্বোধনী চলচ্চিত্র “অপুর সংসার”। বিশেষ আড্ডার আয়োজনও করা হয়েছে তাঁর স্বরণে। ১২ জানুয়ারি স্বামী বিবেকান্দের জন্মদিন উপলক্ষ্যে চারটি পেক্ষাগৃহে তাঁকে নিয়ে চারটি ছবিও দেখানো হবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান এবারের উৎসবে মোট ৮১ টি ফিচার ফিল্ম, ৫০ টি শর্ট ডকুমেন্টারি থাকছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

Lifestyle and More...