নজরবন্দি ব্যুরো: বর্তমানে দিনের প্রায় পুরো সময়টাই ব্যস্ততায় মোড়া। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে দৌড়াদৌড়ি। নিত্যদিনের এই ব্যস্ততা থেকে সাময়িক স্বস্তির খোঁজ করছেন। তাহলে দুদিনের ছুটিতে ঘুরে আসুন এক পাহাড়ি গ্রামে। উত্তরবঙ্গের এই ঠিকানায় এলে এক নিমেষেই যেন সব ক্লান্তি ভুলে যাবেন।

আজকের গন্তব্য ইয়েলবং। কালিম্পঙের পাহাড়ি এলাকার একটি ছোট্ট গ্রাম এটি। দার্জিলিং, ডুয়ার্সের মত জনপ্রিয় না হলেও জনবহুল কয়েক বছরের মধ্যেই পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। কংক্রিটের শহর ছেড়ে দুদিনের ছুটিতে এই পাহাড়ি গ্রামে ঘুরতে এলে এখানকার নৈস্বর্গিক নিস্তব্ধতা মন ভালো করে দেবে।
এই পাহাড়ি গ্রামেই রয়েছে বাংলার একমাত্র নদীখাত, ঘুরে আসুন ইয়েলবং

ইয়েলবং হল এমন একটি জায়গা যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র নদীখাত বা ক্যানিয়ন। এই পাহাড়ি গ্রামে অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে। এখানে পাহাড়ি পথে ট্রেকিং করতে পারবেন। ট্রেকিংয়ের সময় চারিপাশের সৌন্দর্য মন ভুলিয়ে দেবে। রঙবাহারি গাছের সারি দিয়ে গোটা এলাকা ঢেকে রয়েছে। এছাড়াও রয়েছে একটি গুহা, চাইলে এই গুহার কাছেও পৌঁছাতে পারবেন। রাত্রিবাসের জন্য রয়েছে একাধিক হোম স্টে।

কীভাবে যাবেন –
নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে গাড়ি পাওয়া যাবে। শিলিগুড়ি থেকে যেকোনও গাড়ি ভাড়া করে প্রায় ৩ ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন ইয়েলবং। এছাড়া নিউ মাল জংশন থেকেও গাড়ি ভাড়া করে এই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।