নজরবন্দি ব্যুরোঃ ফের বিপাকে বিনোদ কাম্বলি! এ বার বধূ নির্যাতনের অভিযোগ উঠল কাম্বলির বিরুদ্ধে। পুলিশের কাছে তাঁর স্ত্রী মারধর, হেনস্থা এবং গালিগালাজ করার অভিযোগ দায়ের করেছেন। কিছু দিন আগে আলোচনায় ছিলেন চাকরি খোঁজা নিয়ে। আবার তিনি উঠে এলেন শিরোনামে।
আরও পড়ুনঃ মাঠেরে বাইরে জয় ভারতের, এশিয়া কাপ হচ্ছেনা পাকিস্তানে
এ বার আর কোনও ব্যক্তিগত সমস্যা নয়। প্রাক্তন ক্রিকেটার অভিযুক্ত পারিবারিক হিংসার অভিযোগে। বান্দ্রা পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১টা-দেড়টা নাগাদ বান্দ্রার (পশ্চিম) ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় ফেরেন কাম্বলি। সেই সময় বাড়িতেই ছিলেন স্ত্রী আন্দ্রে হেউইট। অভিযোগ, মদ্যপ অবস্থাতেই স্ত্রীয়ের উদ্দেশে অকথ্য গালিগালাজ করতে থাকেন।
তাঁকে মারধর করতে উদ্যত হন। তাঁদের ১২ বছরের ছেলেও সেসময় সেখানে উপস্থিত ছিল। বাবাকে কোনওক্রমে আটকানোর চেষ্টা করে সে। কিন্তু নেশাগ্রস্থ অবস্থায় কোনও কথাই শুনতে রাজি হননি কাম্বলি। ছুটে গিয়ে রান্নাঘর থেকে হাতে তুলে নেন সসপ্যান। ছুঁড়ে মারেন আন্দ্রের দিকে। এই ঘটনায় কাম্বলির স্ত্রী তাঁর বিরুদ্ধে বান্দ্রা থানায় এফআইআর করেছেন।

ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রায় নিত্যদিনের এই সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আন্দ্রিয়া। পুলিশকে কাম্বলির স্ত্রী বলেছেন, ‘‘শান্ত করার চেষ্টা করেও আমি এবং ছেলে সফল হইনি।
ফের বিপাকে কাম্বলি! মদ্যপ অবস্থায় বউকে পেটালেন সচিনের বন্ধু
কোনও কারণ ছাড়াই আমাদের দু’জনকে অকথ্য গালিগালাজ করতে শুরু করে। আমাদের মারধর করতে শুরু করে। রান্নাঘর থেকে ফ্রাইং প্যান নিয়ে ছুড়ে মারে আমাকে। তার পরেও থামেনি। ক্রিকেট ব্যাট দিয়েও মারধর করে আমাদের। কোনও ভাবে ওকে থামিয়ে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।’’