নজরবন্দি ব্যুরোঃ এ বছরের সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়া কাপ আয়োজনের দায়ভার প্রাথমিকভাবে পাকিস্তানের ওপর দেওয়া হয়েছিল। তবে সম্ভবত পাকিস্তান থেকে সরতে চলেছে এশিয়া কাপ।
আরও পড়ুনঃ অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি
গত বারের মতো আসন্ন এশিয়া কাপও আয়োজনের দৌড়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহি। শনিবার বাহরিনে বৈঠক ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের । যেখানে উপস্থিত ছিলেন এসিসি প্রধান জয় শাহ, পাক বোর্ড চেয়ারম্য়ান নাজম শেঠি ও অন্যান্য দেশের সদস্যরা।
তারপরই সামনে আসে এই খবর। যদিও বৈঠকে এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পাকিস্তানে যে আসন্ন ৫০ ওভারের এশিয়া কাপ হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। উল্লেখ্য, প্রাথমিক ভাবে এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ।
তবে জয় শাহ, যিনি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান, গত অক্টোবরে ঘোষণা করেন, পাকিস্তানে যাবে না ভারত। কোন নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।
মাঠেরে বাইরে জয় ভারতের, এশিয়া কাপ হচ্ছেনা পাকিস্তানে
তার পরে অনেক বাকবিতণ্ডা হয়েছে। জয় শাহ এবং নাজামের এই বৈঠকের দিকে অনেকের চোখ ছিল। সেখানেই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের জেদ থেকে সরে আসেন নাজম।