অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি
Dad-Mahi meeting after many days,

নজরবন্দি ব্যুরোঃ একজন গড়াপেটা কেলেঙ্কারি বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে কালো অন্ধকার ভবিষ্যতের হাত থেকে উদ্ধার করে নতুন আলোর দিশা দেখিয়েছিলেন। বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন ভারতীয় দলকে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, থাকবেন রাজ্যপাল

অপরজন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে এমন কোনও ট্রফি ছিল না যা ভারতীয় দল জিততে পারেনি। হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনি যখন একই ফ্রেমে বন্দি হন, তখন ভক্তরা তা দেখে আপ্লুত হবেন এতে আর আশ্চর্যের কি? দাদা ও ধোনি দু’জনেই রয়েছেন মুম্বইতে ।

অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি
অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি

ফিল্ম সিটিতে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। তবে একসঙ্গে কিন্তু ওঁরা কোনও বিজ্ঞাপন করছেন না। শুধু পুরনো সম্পর্কের জেরে দু’জনের সৌজন্য সাক্ষাৎ হল। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

Sourav & Dhoni: অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি

সেখানে লিখেছেন, ‘যখন ক্যাপ্টেনের দেখা ক্যাপ্টেনের সঙ্গে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, লেজেন্ডস এবং ওয়ার্কমোড।’ এরপর তানিয়ে জানান, দাদা ও ধোনি, দু’জন ফিল্ম সিটির আলাদা ফ্লোরে শুট করছে। ধোনি যখন জানতে পারল যে,

অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি

Sourav & Dhoni: অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি

দাদা এখানে আছে তখন দেখা করার ইচ্ছাপ্রকাশ করে। সেটা জানতে পেরে দাদা-ই ওর কাছে চলে গিয়েছিল। কারণ দাদা-র শুট আগে শেষ হয়ে যায়।” এবং সৌজন্য বিনিময় করেন। দুজনকে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে একান্তে আলোচনা করতে দেখা যায়।