নজরবন্দি ব্যুরোঃ হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যে কোনও শুভ কাজে যাওয়ার আগে কপালে তিলক কাটা হয়। বলা হয়, তিলক কাটা অত্যন্ত শুভ। যে কারণে হিন্দু ধর্মে সমস্ত মঙ্গল অনুষ্ঠানে তিলক লাগানোর প্রথা প্রচলিত রয়েছে। এই তিলককে কেন্দ্র করেই এ বার দুই ভারতীয় ক্রিকেটার চরম ট্রোল হলেন।
আরও পড়ুনঃ অনেক দিন পর দাদ-মাহি সাক্ষাৎ, ভাইরাল সেই ছবি
ভারতে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের টিম হোটেলে অভ্যর্থনা জানানোর সময় কখনও বরণ করে নেওয়া হয় ফুলের তোড়া, কখনও বা গলায় মালা পরানো হয়। কখনও আবার কপালে তিলক কেটে অভ্যর্থনা জানানো হয়। একই ভাবে টিম হোটেলে দেশের ক্রিকেটারদেরও স্বাগত জানানো হয়।
কিন্তু ভারতীয় দলে আবারও লাগল ধর্মের রং। যা নিয়ে হইচই নেটদুনিয়ায়। এবার নেটিজেনদের কটাক্ষের শিকার ভারতের দুই তারকা পেসার মহম্মদ সিরাজ ও উমরান মালিক। আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরা হোটেলে প্রবেশ করছেন।
কলাপে তিলক নিতে অস্বীকার, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে উমরান-সিরাজ
এবং সেই প্রবেশ পথেই তাঁদের কপালে তিলক লাগিয়ে স্বাগত জানাচ্ছেন হোটেল কর্মী। বহু পাঁচতারা হোটেলেই অতিথিদের এভাবে স্বাগত জানানো হয়। কিন্তু সিরাজ ও উমরান তিলক নিতে অস্বীকার করেন। হাতের ইশারায় নম্রভাবে ‘না’ বলে এগিয়ে যান তাঁরা। আর এতেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।দেখুন সেই ভাইরাল ভিডিও।
Md Siraj & Umar Malik didn’t get the tilak but our guys go and put chadar in majhar pic.twitter.com/7XK4s2vfuN
— Boiled Anda 🥚🇮🇳 (@AmitLeliSlayer) February 3, 2023