Mamata Banerjee: মুম্বই সফরে মমতা, দেখা করবেন না উদ্ধভ ঠাকরে

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

 নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার দুই দিনের মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে পৌছবেন অভিষেক। রাজ্যে শিল্পের বিনিয়োগের পাশাপাশি মুম্বই নগরীতে বসে বিরোধী জোটের সলতে পাকাবেন মমতা। কিন্তু মুম্বইতে মমতা থাকলেও দেখা করবেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে।

আরও পড়ুনঃ সাংসদ সাসপেনশন, শীতকালীন অধিবেশন বয়কট বিরোধীদের

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, দুই দিনের মুম্বই সফরে মমতা, তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না উদ্ধভ ঠাকরে। এই মুহুর্তে শারীরিক অসুস্থতার কারণে বিশ্রামে রয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এই মুহুর্তে তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। তাই দুই মুখ্যমন্ত্রীর বৈঠক বাতিল করা হয়েছে।

তবে মমতার বৈঠকে বিশেষ নজর থাকবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে মমতার বৈঠকে। কারণ, জুলাই মাসের পর নভেম্বর মাসে দুই বার দিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বার দিল্লি সফরে একাধিক বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে দেখা করলেও শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়নি মমতার। ডিসেম্বরে মুম্বই সফরে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের কথা মমতা নিজেই ঘোষণা করেছেন।

Sharad Pawar, Yashwant Sinha call meet to put up united opposition | India  News - Times of India

উল্লেখ্য, ২৪ এর নির্বাচনে দিল্লির তখত থেকে মোদিকে উৎখাত করতে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই প্রক্রিয়া শুরু হয়েছে কিছু মাস আগেই যখন শরদ পাওয়ারের সঙ্গে মুম্বইতে বৈঠক সারেন প্রশান্ত কিশোর। এরপর দিল্লীতে শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী ‘রাষ্ট্রমঞ্চ’ এর বৈঠক থেকে ব্লু প্রিন্ট তৈরি করেন শরদ পাওয়ার এবং যশবন্ত সিনহ। সেই রথের সওয়ারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক পর ফলপ্রসু না হলেও কংগ্রেসকে ছাড়াই বিরোধী জোটের সমীকরণ তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন বিরোধী জোটে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চলেছেন ৮০ বছর বয়সী দুঁদে রাজনীতিবিদ। কারণ, মহারাষ্ট্রে সরকার গঠনের সময় শিবসেনা এবং কংগ্রেসকে একই ছাতার তলায় এনেছিলেন শরদ পাওয়ার। এছাড়াও বর্ষীয়ান রাজনীতিবীদের সঙ্গে দিল্লির একাধিক নেতাদের সখ্যতা থাকার সুবাদে তৃণমূলের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুম্বই সফরে মমতা, দেখা করবেন শরদ পাওয়ারের সঙ্গে 

মুম্বই সফরে মমতা, দেখা করবেন শরদ পাওয়ারের সঙ্গে 
মুম্বই সফরে মমতা, দেখা করবেন শরদ পাওয়ারের সঙ্গে 

উল্লেখ্য, তিন দিনের মুম্বই সফরে ১ ডিসেম্বর শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানাবেন তিনি।দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা। তৃতীয়বার ক্ষমতায় এসে শিল্পের সম্ভার পশ্চিমবঙ্গকে উপহার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...