নজরবন্দি ব্যুরো:’দিল্লিতে পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক মাধ্যমে তৃণমূলের নয়া পোস্টার সামনে এসেছে। আগামী ১২ জুন পাটনায় বিজেপি বিরোধী শিবিরের প্রথম সম্মেলন। তাঁর আগে এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহল জুড়ে জোর চর্চ্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার
বিজেপি বিরোধী জোটের বৈঠকের আগে এই পোস্টার। দলের একাধিক শীর্ষ নেতা-কর্মীরা ইতিমধ্যেই এই পোস্টার নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে শেয়ার করতে শুরু করেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার শালবনিতে দাঁড়িয়ে বলেছেন, ‘আর’তো ছয় মাস। বদল হবেই’।
এই সুরে সুর মেলাতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আর এই সূত্রেই তৃণমূলের নয়া এই পোস্টার। রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধন হয়েছে। নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। দেশের বিরোধী দলগুলো এই ইস্যুতেও সুর চড়িয়েছে।
সম্প্রতি কর্নাটক রাজ্য বিধানসভা ভোটে বিজেপি পর্যদুস্ত হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এসেছে। এই ফলাফল নিঃসন্দেহে দেশের বিরোধী দলগুলোকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।চলতি বছর রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা সহ আরও এক রাজ্যে বিধানসভা ভোট। ২০২৪ এর লোকসভা ভোটের আগে চার রাজ্যে বিধানসভা ভোতকে পাখির চোখ করে বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে।ীদিকে পশ্চিমবঙ্গে চব্বিশের মহারণের আগে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের শাসক দল ‘নবজোয়ার যাত্রার’ হাত ধরে মাটি কামড়ে পড়ে রয়েছে পদ্ম শিবির বিরোধী হাওয়াকে ভোট বাক্সে সংগঠিত করার লক্ষ্যে।
ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল, ঘাসফুল শিবিরের নয়া পোস্টার ঘিরে কৌতূহল চরমে

বছর ঘুরতেই দেশে লোকসভা ভোট। তাঁর আগে রাজ্যে তৃণমূল কোমর বেধে আসরে নেমে পড়েছে। গেরুয়া শিবিরকে ‘হোয়াইট ওয়াশ’ করার লক্ষ্যে খামতি রাখতে নারাজ। এরই প্রস্তুতি হিসেবে তৃণমূল কংগ্রেসের নয়া এই পোস্টার বিশেষভাবে ইঙ্গিতবহ।ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, দলের সুপ্রিমো এবং সাধারণ সম্পাদক কেন্দ্রে বদলের ডাক দিয়েছেন। এমন আবহে তৃণমূলের এই পোস্টার ঘিরে আম জনতার মধ্যে কৌতূহলের কোনও শেষ নেই।