পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার
Mayor on the way to increase parking fees!

নজরবন্দি ব্যুরো: গত ১ এপ্রিল থেকে বর্ধিত পার্কিং ফি চালু করার কথা ঘোষণা করেছিল পুরসভা। নতুন হারে প্রায় আড়াই গুণ বৃদ্ধি হয়েছিল পার্কিংয়ের খরচ। সেই বর্ধিত হারে পার্কিং ফি আদায় শুরুও হয়ে গিয়েছিল। পুরসভার তরফে ওই পদক্ষেপের পরেই প্রকাশ্যে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন: মহানগরীতে বাড়ছে টিবি, একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

তিনি সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর ওই ফি বৃদ্ধিতে কোনও অনুমোদন নেই। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরনো ফি জারি থাকবে। আর এই ঘটনা নিয়ে তৃণমূল দলের অন্দরে তৈরি হয়েছিল বিতর্ক। কিন্তু এবার ফের পার্কিং ফি বৃদ্ধির দিকে যাচ্ছে কোলকাতা পুরসভা তথা মেয়র ফিরহাদ হাকিম।

parking fees: পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার

তবে এ বার বিতর্ক এড়াতে আগেই মুখ্যমন্ত্রীর অনুমোদন চাইবেন তিনি। তবে সেই বিতর্কের পর মেয়র ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটছেন না। কারণ, ওই ফি বৃদ্ধি তাঁর মতে যৌক্তিক এবং প্রয়োজনীয়। কলকাতার বিভিন্ন রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি পার্ক করা থাকে।

পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার

parking fees: পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার
পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার

কিন্তু তার জন্য ফি নেওয়া হয় নামমাত্র। সেটা চলতে পারে না। ফি বৃদ্ধির পক্ষে যাঁরা, তাঁরা যুক্তি দিয়েছিলেন, দেশের অন্যান্য শহরে কলকাতার চেয়ে পার্কিং ফি বেশ কয়েক গুণ বেশি। তবে এবারের সিদ্ধান্ত নেবার আগে দেখার বিষয় এটাই যে মুখ্যমন্ত্রী এই বৃদ্ধি মেনে নেন কি না।

parking fees: পার্কিং ফি বাড়ানোর পথে মেয়র! তবে এবার অনুমোদন নেবেন মমতার