Imran Khan: পিটিআই কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিতেই ইমরানের দল ছাড়লেন শীর্ষ নেতারা

পিটিআই কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিতেই ইমরানের দল ছাড়লেন শীর্ষ নেতারা
Top leaders left Imran's party

নজরবন্দি ব্যুরো: ইমরান খানের ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে পাকিস্তানে। তাঁর দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সেনা ও পুলিশ। চাপের মুখে বেশ কিছু প্রথমসারির নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। বুধবারেই পিটিআই শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরি দল ছেড়েছিলেন।

আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই, জানিয়ে দিলেন অমিত শাহ

পরের দিনই একসঙ্গে পদত্যাগ করেন আরও তিন নেতা। তাৎপর্যপূর্ণভাবে, দল ছাড়ার পর সকলেই ৯ মের হিংসার তীব্র প্রতিবাদ করেছেন। প্রসঙ্গত, বুধবারই পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ঘোষণা করেন, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানকে নিষিদ্ধ করা হতে পারে।

পিটিআই কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিতেই ইমরানের দল ছাড়লেন শীর্ষ নেতারা

তবে এই ব্যাপারে পাকিস্তানের নির্বাচন কমিশন এখনও কোনও পদক্ষেপের কথা জানায়নি। আইন অনুযায়ী, রাজনৈতিক দলকে স্বীকৃতি এবং তা বাতিল করার অধিকার আছে শুধুমাত্র নির্বাচন কমিশনের। ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই দেশটিতে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

Imran Khan: পিটিআই কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিতেই ইমরানের দল ছাড়লেন শীর্ষ নেতারা

তাঁর দল পিটিআই-কে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, ‘প্রায় ৭ হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

পিটিআই কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিতেই ইমরানের দল ছাড়লেন শীর্ষ নেতারা

Imran Khan: পিটিআই কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিতেই ইমরানের দল ছাড়লেন শীর্ষ নেতারা

হিংসার নেপথ্যে কে বা কারা রয়েছে তা তদন্ত না করেই আমাদের সমর্থক, নেতৃত্ব এবং মহিলাদের জেলে ঢোকানো হয়েছে।” এবার এই পরিস্থিতে নিজের দল বাঁচাতে কি পদক্ষেপ নেন ইমরান সে দিকেই তাকিয়ে পাকিস্তানের আম জনতা।