Raju Srivastava: দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব
Breaking news live updates: Comedian Raju Srivastav passes away, confirms his family.

নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে মৃত্যুতেই সব শেষ, কিন্তু কিছু মানুষ আছেন যারা মৃত্যুর পরেও চির অমর হয়ে থেকে যান আমাদের মাঝে। তাদেরই মধ্যে একজন হলেন বলিউডের বিখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। আজ থেমে গেলো তাঁর জীবনযুদ্ধের লড়াই। গত ১০ অগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ৪১ দিন ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে ১ সেপ্টেম্বর থেকে ভেন্টিলেশনে ছিলেন রাজু।

আরও পড়ুনঃ কার প্রেমে পড়লেন রাশি, জানেন তিনি কে?

সবাইকে হাসাতেন তিনি। তাঁর মজার কথা আর মিমিক্রি শুনে গোমড়ামুখও হয়ে যেত হাসিমুখ। কিন্তু আর ফিরবে না সেই চওড়া হাসির মানুষটা। প্রয়াত জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বয়স হয়েছিল ৫৮ বছর। দিল্লির এইমসে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব
দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে যান। এক্সারসাইজ করছিলেন। হঠাৎই বুকে ব্যথা শুরু হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় কৌতুকশিল্পী।

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ট্রেড মিল করার সময়ে হঠাৎই পড়ে যান এই কমেডি শিল্পী। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় নয়াদিল্লির এইমস হাসপাতা ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসাও। কিন্তু মস্তিষ্ক সাড়া দিচ্ছিল না তাঁর। ছিলেন অচৈতন্য। ভেন্টিলেশনে কৃত্তিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়েছিল। তিনি যে আশঙ্কাজনক সে কথা বারেবারেই জানাচ্ছিলেন চিকিৎসকেরা। শুক্রবারই রাজুর খবর নিতে তাঁর স্ত্রীকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুধু মোদীই নন কৌতুকশিল্পী কেমন আছে তা জানতে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অনুরাগীরাও একমনে করছিলেন প্রার্থনা। তবে সে সব প্রার্থনাকে বিফল করে হার মানলেন রাজু (Raju Srivastava)। চলে গেলেন এই হাসির সম্রাট।

দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব
দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

তাঁর বন্ধুরা ক্রমাগত তাঁর ভক্তদের অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। কৌতুক অভিনেতা সুনীল পালের শেয়ার করা সর্বশেষ ভিডিও অনুসারে, ১৮ অগাস্ট বিকেল থেকেই তাঁর শরীরের অবস্থার অবণতি হয়। তিনি রাজু শ্রীবাস্তবের অবস্থা গুরুতর বলে শেয়ার করেন। তিনি দর্শককের কাছে অনুরোধ করেছেন ভগবানকে কারণ চিকিৎসকরাও এখন কিছু করতে পারছেন না। তিনি শেয়ার করেছেন যে রাজুর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে।