নজরবন্দি ব্যুরো: অবশেষে কাটতে চলছে জট। গত কয়েকদিন ধরে টানা বিতর্কে ইতি পড়তে চলছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত ধরেই রাজভবনে বিধায়ক পদে শপথ নেবেন ধূপগুড়ির মাস্টারমশাই নির্মলচন্দ্র রায়। ইতিমধ্যেই রাজভবনের দিনক্ষণে সায় দিয়েছে রাজ্য! শনিবারই বিধায়ক পদে শপথ নেবেন নির্মলচন্দ্র রায় এমনটাই রাজভবন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, নয়া নির্দেশ জারি করে হেল্পলাইন চালু KMC-র
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করাতেই চলতি সপ্তাহের সোমবারই চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে। যেহেতু রাজ্যপালের ১২ দিনের জন্য বিদেশে থাকার কথা ছিল, তাই তাঁর সফর শুরুর আগেই বিধায়কের শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় রাজ্যপালের বিদেশ সফর।

এরপরেই ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানো নিয়ে তৎপর হন রাজ্যপাল। এবিষয়ে এবার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পাঠান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের দাবি, রাজভবনেই হোক রাজবংশী ওই বিধায়কের শপথ অনুষ্ঠান। আর তাতেই রাজভবনের গরিমা বাড়বে বলেই জানিয়েছেন তিনি। কিন্তু প্রথমে রাজ্যপালের মতে সায় দেয়নি রাজ্য। রাজ্যপালকে উত্তরে জানানো হয় যে, “বিধানসভার গরিমা অনেক বেশি। এই বিধানসভায় সব ধর্ম-বর্ণের মানুষ শপথ নিয়েছেন। আপনি বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান।”
কিন্তু অবশেষে জট কাটতে চলছে। আজ, বৃহস্পতিবারই রাজভবনের পক্ষ থেকে চিঠি গিয়ে পৌঁছেছে মাস্টারমশাইয়ের বাড়িতে। কিন্তু সে সময় তিনি বাড়িতে ছিলেন না। নির্মলবাবুর পরিবারের লোকেরা রাজভবনের পাঠানো ওই চিঠি গ্রহণ করা হয়। এরপরে নির্মলবাবু সেই চিঠি পড়ে যোগাযোগ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেবের সঙ্গে। তৃণমূল সূত্রে খবর, রাজভবনে শপথবাক্য পাঠ করানোর বিষয়টি মেনে নিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। সেইকারণে আগামীকাল, শুক্রবারই কলকাতায় আসছেন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।