নজরবন্দি ব্যুরো: ভারতীয় জওয়ানের এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি। শুক্রবার জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ বাঁধে। আর সেই গোলাগুলিতে তিন লস্কর জঙ্গি নিহত হয়েছে। দুদিন ধরে ওই এলাকায় ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, ৯ আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সিআরপিএফ একযোগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছে।
আরও পড়ুনঃ ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ
তাই সেই অভিযানেই সেনার পালটা গুলিতে এখনও পর্যন্ত খতম হয়েছে তিন জঙ্গি। সামনো গ্রামের বিভিন্ন বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশ। সন্দেহজনক বাড়িগুলির দিকে এগিয়ে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। সারাদিন চলে গুলির লড়াই। এর পর রাতে থামে গোলাগুলি। কিন্তু পরের দিন সকাল হতেই শুরু হয় লড়াই। আর তারপরই খতম তিন জঙ্গি। সন্দেহ করা হচ্ছে এখনো লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের খুঁজতে চলছে চিরুনি তল্লাশি।
ভারতীয় সেনার এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি, এখনো চলছে গুলির লড়াই
মৃত জঙ্গিদের কাছথেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান।