Mamata Banerjee: কাজ করবেন রাজ্য সরকারের, কেন্দ্রের হারে ডিএ চাইলে হবে না, সাফ বার্তা মমতার

নজরবন্দি ব্যুরোঃ এক মাস অতিবাহিত হওয়ার পরেও বকেয়া ডিএর দাবিতে রাজ্যজুড়ে আরও আন্দোলনের ঝাঁঝ ক্রমাগত বেড়েই চলেছে। এদিকে নিজের অবস্থানে এখনও অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আপনারা যদি বলেন, কাজ করবেন রাজ্য সরকারের, আর কেন্দ্র সরকারের হারে ডিএ দিতে হবে, এটা তো হয় না।

আরও পড়ুনঃ আইন মেনে চাকরি ফিরিয়ে দিন, চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী

বকেয়া ডিএ ও সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১ মাসের বেশি সময় ধরে কলকাতার শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশন করছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে অনেক অনশনকারি অসুস্থ হয়ে পড়েছেন। তবুও যত দিন যাচ্ছে, ততই আন্দোলনের ঝাঁঝ বেড়েই চলেছে।

77

১০ তারিখ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতার একাধিক সরকারি দফতরের পাশাপাশি জেলাগুলিতেও আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়েছিল। যদিও ধর্মঘট রুখতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল নবান্ন। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়। চার বার উপস্থিতির হার যাচাইয়ের পরেও একাধিক কর্মীরা অনুপস্থিত ছিল।

79

মঙ্গলবার জাজেস কোর্টের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন,  কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাঙ্ক, রাজ্য সরকারের নেই।

কাজ করবেন রাজ্য সরকারের, কেন্দ্রের হারে ডিএ চাইলে হবে না, সাফ বার্তা মমতার

78

রাজ্য সরকারের টাকা ছাপানোর ক্ষমতাও নেই। আগে আমরা অনেক ট্যাক্স সংগ্রহ করতে পারতাম। এখন তো একটাই ট্যাক্স জিএসটি। এই ট্যাক্সটা তুলে নিয়ে যাই কেন্দ্র। আমাদের ক্ষতি হচ্ছে। তাঁর আরও বক্তব্য, আমরা ১ তারিখে মাইনে দিই। পেনশনটাও দিই। যে সরকার এত মানবিক, সেই সরকারকে নিয়ে ভাববেন না।