Sreelekha Mitra: “মানিকে মাগে হিথে”, গানে নাচের ভিডিও ভাইরাল শ্রীলেখার

"মানিকে মাগে হিথে", গানে নাচের ভিডিও ভাইরাল শ্রীলেখার

নজরবন্দি ব্যুরোঃ  “মানিকে মাগে হিথে” ট্রেন্ডে এবার গা ভাসালেন শ্রীলেখা! গানের তালে দেদার নাচ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আসমুদ্রহিমাচল এখন সিংহলী ছোঁয়া। এই গানে মজেছে ৮ থেকে ৮০। শুধু গান নয় এই গানের কর্ণধার শ্রীলঙ্কার কন্যার ইয়হানির লুকেও মজেছে বহু পুরুষ। এই গানের নাচ ভাইরাল হতেই নেটিজেনদের নানা মন্তব্য এলো শ্রীলেখার কাছে।

আরও পড়ুনঃ শিশুদের যৌন নির্যাতন, আন্তর্জাতিক চক্রের চাঞ্চল্যকর প্রমাণ CBI-র হাতে

গানের উচ্চারণ, গানের কথা কিছু না বুঝলেও গান সুপার হিট এদেশে। এমনকি ইতিমধ্যেই এই গানের বাংলা, হিন্দি, তামিল,তেলেগু ইত্যাদি ভাষায় রিমেক গান তৈরি হয়েছে। বলিউডেও এই গানের সুর গিয়ে পৌঁছে গেছে। বিগ বি, প্রিয়াঙ্কা, পরিনিতি এই গানে তাল মেলানোর চেষ্টা করেছেন। এই গানে তাল মেলান নি এমন মানুষ খুব কমই রয়েছে। এবার এই গানের তালে তাল মেলালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টলিউডের অন্যতম ঠোঁট কাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মাঝে মধ্যেই বিভিন্ন কথা নিয়ে বিতর্কে জড়ান তিনি। স্পষ্ট কথা বলতে কখনো পিছু পা হননি তিনি। তাই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের বক্তব্য প্রকাশ করেন তিনি। তবে এবার কোনও মন্ত্যব্য নয় মানিকে মাগে হিথে গানে তাল মেলালেন তিনি।

“মানিকে মাগে হিথে”, শ্রীলঙ্কা কন্যার গানে দেদার নাচ শ্রীলেখার

"মানিকে মাগে হিথে", গানে নাচের ভিডিও ভাইরাল শ্রীলেখার
“মানিকে মাগে হিথে”, গানে নাচের ভিডিও ভাইরাল শ্রীলেখার

পরনে স্লিভ্লেস কুর্তি। নাচে বেশ ভালোই দক্ষতা রয়েছে অভিনেত্রীর সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তাই ভিডিও পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। সকলেরই বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর নাচ।