রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার

রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার
The Kerala Story' banned in the state? Mamata Sarkar said

নজরবান্দি ব্যুরো: দেশের একমাত্র রাজ্য হিসাবে ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। যে রাজ্যের (কেরালা) প্রেক্ষাপটে সাজানো হয়েছে ধর্মান্তকরণের এই গল্প সেই রাজ্যেও এই ছবির উপর ব্যান আরোপ হয়নি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কেরলের বাম সরকারকে একহাত নিয়ে গত ৮ই মে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমাহল থেকে পরিচালক সুদীপ্ত সেনের ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুন: নেতা থেকে অভিনেতা! টলিউডে পা রাখছেন মদন মিত্র

এই মর্মে নির্মাতারা দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। এর পরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে গত সপ্তাহে নোটিস দেয় রাজ্য সরকারকে। বুধবার পরবর্তী শুনানি। তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ছবি পক্ষপাতদুষ্ট। এখানে তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনতে পারে।

রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার
রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার

রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ছবির একাধিক দৃশ্য একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে বলে জানিয়েছে রাজ্য, যা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারণ হতে পারে।

রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার
রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার

রাজ্যের ৯০টি থিয়েটারে গত ৫ই মে এই ছবি মুক্তি পেয়েছিল। তারপর থেকে প্রশাসনের কাছে একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট জমা পড়েছে, তাই শেষমেষ ৮ তারিখ এই ছবি নিষিদ্ধা ঘোষণার সিদ্ধান্ত নেয় রাজ্য। এই ছবির উপর পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার

রাজ্যে কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? জানালো মমতা সরকার

শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘ভারতের অন্যান্য অংশেও এই ছবি মুক্তি পেতে পারলে পশ্চিমবঙ্গ নয় কেন?’’ পাল্টা রাজ্য সরকারের যুক্তি, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য প্রশাসনের দায়িত্ব। রাজ্য সরকার প্রযোজক বিপুল শাহকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও খারিজ করে দিয়েছে।