এবার বলিউডের মাধ্যমে ওয়েব সিরিজে হাতে খড়ি বুম্বা দার, জুবিলির ঝলক প্রকাশ্যে
The golden age of indian cinema jubilee's first look

নজরবন্দি ব্যুরোঃ এবার এতো বছর পর ফের বলিউডে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাও আবার কোন সিনেমা নয় এবার ওয়েব সিরিজে হাতে খড়ি হতে চলেছে বুম্বা দার। জুবিলি ওয়েব সিরিসের মাধ্যমে বলিউডে আগমন করছেন তিনি। জুবিলির এক ঝলক প্রকাশ করেছেন অভিনেতা তাঁদের আনন্দে উৎসাহিত হয়ে পরছে তাঁর অনুগামীরা।

আরও পড়ুনঃ অ্যাকাউন্ট ফ্রিজ করতেই প্রভাবশালীদের নাম ফাঁস করলেন শান্তনু, ইডির নজরে কারা?

এই জুবিলি ওয়েব সিরিসের মাধমে দর্শকদের কাছে হিন্দি ফিল্ম জগতের বাস্তব রূপ তুলে ধরা হবে। পাঁচের শতকে সিনেমা জগতের গ্লামার, হিংসা, দুর্নীতি, ভালবাসা, প্রেম সমস্ত কিছু ই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজের মাধ্যমে। এপ্রিল মাসের ৭ তারিখ জুবিলির প্রথম সিজেন রিলিজ করবে। পরবর্তী সিজেন ১৪ তারিখের পর জানা যাবে বলে জানা গেছে।

Prosenjit Chatterjee: এবার বলিউডের মাধ্যমে ওয়েব সিরিজে হাতে খড়ি বুম্বা দার, জুবিলির ঝলক প্রকাশ্যে
এবার বলিউডের মাধ্যমে ওয়েব সিরিজে হাতে খড়ি বুম্বা দার, কবে মুক্তি পাবে?

আপনারা আমাজন প্রাইমে এই ভিডিও টি দেখতে পারবেন। এই ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও  অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বি কে দেখা যাবে।

এবার বলিউডের মাধ্যমে ওয়েব সিরিজে হাতে খড়ি বুম্বা দার, কবে মুক্তি পাবে?

Prosenjit Chatterjee: এবার বলিউডের মাধ্যমে ওয়েব সিরিজে হাতে খড়ি বুম্বা দার, জুবিলির ঝলক প্রকাশ্যে
এবার বলিউডের মাধ্যমে ওয়েব সিরিজে হাতে খড়ি বুম্বা দার, কবে মুক্তি পাবে?

জুবিলির প্রথম প্রকাশ হয় কালকেই, এই নাটকের প্রত্য়েক চরিত্রের কিছু উদ্দেশ্য়, লড়াই, ভালবাসা এবং ইচ্ছাপূরণের গল্প রয়েছে যা এগিয়ে নিয়ে যাবে এই জুবিলি সিরিজটিকে। বুম্বা দা বলিউডে খুব কম পরিমানেই কাজ করেছেন কিন্তু যেকটি করেছেন তা দর্শকদের মন ছুঁয়ে গেছে। এই জুবিনি ওয়েব সিরিজ নিয়েও খুব উৎসাহিত দর্শক রা প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই তা টের পাওয়া যাচ্ছে।