নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে বিরাট পদক্ষেপ ইডির। ফ্রিজ করে দেওয়া হল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২৫ টি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা রয়েছে। ফ্রিজ সমস্ত অ্যাকাউন্ট শান্তনু প্রিয়াঙ্কা এবং তাঁদের সংস্থার। অ্যাকাউন্ট ফ্রিজ করতেই প্রভাবশালীদের নাম ফাঁস করলেন শান্তনু।
আরও পড়ুনঃ রাজনৈতিক সমাবেশ-মিছিলের ক্ষেত্রে নিয়মে বড় বদল হাইকোর্টের, জারি নির্দেশিকা
ইডি সূত্রে খবর, শান্তনু দাবি করেছেন, কয়েকজন প্রভাবশালীদের নির্দেশে কাজ করতেন তিনি। তাহলে কারা এই প্রভাবশালী নেতা? নিয়োগ দুর্নীতিতে আরও কারা যুক্ত? আর কাদের নাম উঠে আসতে পারে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সঙ্গে কুন্তল ঘোষের যোগ রয়েছে বলে দাবি করেছেন শান্তনু। তাই শান্তনুর দাবি যথার্থতা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, শান্তনুর ২৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ করার পর ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কবে কোথায়, কত টাকা লেনদেন হয়েছে? যে ১ কোটি টাকার হদিশ মিলেছে, সেটা কোথা থেকে এল? সবটা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইডি। সেখান থেকেই আরও প্রভাবশালী ব্যক্তিদের নাম আগামী দিনে যুক্ত হতে পারে। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা।
চলতি মাসেই নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তার আগে যদিও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শান্তনুকে। গ্রেফতার হওয়ার পর অবশ্য শান্তনু অবশ্য দাবি করেছেন, তিনি নির্দোষ। তদন্তকে বিভ্রান্ত করে ভিন রাজ্যে টাকা পাচার করছেন কুন্তল। যদিও কুন্তল শান্তনুর এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।
অ্যাকাউন্ট ফ্রিজ করতেই প্রভাবশালীদের নাম ফাঁস করলেন শান্তনু, উঠে আসছে একাধিক নাম

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম দুই অভিযুক্ত শান্তনু এবং কুন্তলকে বহিষ্কার করেছেন তৃণমূল। একইসঙ্গে তাঁদের সমস্ত সরকারি পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ফলত, আগামী দিনে প্রভাবশালী নেতাদের নাম যুক্ত হলে শাসক দলের নেতাদের ডাক পড়তে পারে। এমনই জল্পনা ঘুরপাক খেতে শুরু করেছে।