নজরবন্দি ব্যুরোঃ একাধিক জায়গায় সমবায় ভোটে রাম বাম জোটের কাছে পরাজিত হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেখান থেকেই বামেদের ভোট নিজেদের দিকে ঘোরাতে মরিয়ে চেষ্টা করছে গেরুয়া শিবির। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন রাজ্যে পালাবদলের জন্য বাম ভোট ভীষণ জরুরী। কিন্তু নীচুতলার এই সিদ্ধান্তকে কোনওভাবেই প্রশয় দিতে নারাজ আলিমুদ্দিন। সেই বার্তা পৌঁছে দিলেন সিপি(আই)এমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাম রাম জোট নিয়ে ভাবলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। সাফ জানিয়ে দিলেন তিনি।
পূর্ব মেদিনীপুরেই রাম বামের জোট হয়েছে একাধিক সমবায় নির্বাচনে। সেই হাওয়া পালে ধরার আগেই সাবধান করলেন সিপি(আই)এমের বর্ষীয়ান নেতা। দীগাহ্র সমাবেশ থেকে তাঁর বার্তা, যদি কেউ মনে করেন যে, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে। একইভাবে উল্টো দিকেও কিছু আছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে রুখতে হবে। এরকম কেউ থাকলে লাল ঝান্ডার পার্টিতে তাঁর জায়গা নেই। জায়গা থাকবে না। এটা বার্তা ছড়িয়ে দিতে হবে সব জায়গায়।

সম্প্রতি নন্দীগ্রামের শহিদ দিবসের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, ২০২১ সালে বামপন্থী হিন্দুদের ভোটেই তিনি জয়লাভ করেছেন। দলবদলের পর থেকে পুরাতন শত্রু বামপন্থীদের বিরুদ্ধে শুভেন্দু যেভাবে বার্তা দিয়েছেন, তাতে মনে হয়েছে রাজ্য নেতৃত্ব এক কথা বললেও তাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন নীচুতলার কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রবণতা দেখা আগেই সাবধান করল আলিমুদ্দিন।
বাম রাম জোট নিয়ে ভাবলেই কড়া পদক্ষেপ, সাবধান করলেন সূর্য মিশ্র

যদিও তৃণমূলের কথায়, রাজ্যে প্রধান শক্তি তৃণমূল। বিরোধী বেঞ্চে কে থাকবে এটা নিয়ে লড়াই করে বিজেপি এবং বাম। কিন্তু এখন নিজেদের জায়গা নেই দেখেই জোট করছে। আসলে শূন্যের সঙ্গে গুণ করলে শূন্যই হয়। যদিও গোটা বিষয়টাকে আমল দিতে নারাজ বিজেপি। তাঁদের কথায় সূর্যকান্ত মিশ্রদের কথায় ভোটে কোনও প্রভাব পড়বে না।