নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এরপরেই শুরু হয়, রাজনৈতিক শোরগোল! তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। এখানেই শেষ নয়, যার জেরে ওই মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহাকে।
বৃহস্পতিবার অভিষেকের মামলায় রায়দান ছিল। সেই রায়দানে বিচারপতি অমৃতা সিনহা জানান যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রইল। অর্থাৎ আদালত জানায় যে, কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে ইডি সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি।

গোদের উপর বিষফোঁড়া !!!
এতদিন শোনা যেত – বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি।
নতুন সংস্করণ:-
পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫ !
স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস !— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 18, 2023
বিচারপতির এই নির্দেশের পর থেকেই শোরগোল ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। আর এইবার এই কাণ্ডে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারি! এক্কেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি! এদিন শুভেন্দু অধিকারী ট্যুইট করে লেখেন, “গোদের উপর বিষফোঁড়া!!! এতদিন শোনা যেত-বাপ এক নম্বরি তো বেটা দশ নম্বরি। নতুন সংস্করণ:- পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫ ! স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস!”
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। এমনকি কুন্তল চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে। যার পরে আইনের জল অনেকদূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বদল হয়েছে এজলাস, কিন্তু বদলায়নি বিচার।